উমেশ তামাঙ্গ, কালিম্পং: পাহাড় বলতেই বাঙালিদের কাছে পয়লা নম্বরে আসে দার্জিলিং। তার কারণও রয়েছে। কিন্তু পাশেই রয়েছে আরও একটি জেলা। প্রাকৃতিক সৌন্দর্যে যার কোনও কমতি নেই। সৌন্দর্যের সঙ্গেই রয়েছে নিস্তব্ধতা। কোলাহল এখনও ছুঁতে পারেনি হিমালয়ের কোলে থাকা বাংলার এই জেলাটিতে। সেই টানেই ইদানিং সেখানেও ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। কিন্তু আধুনিক সময়ে পর্যটন টানতেও নতুন পদক্ষেপ প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই এল শুধুমাত্র কালিম্পঙের (Kalimpong) জন্য একটি অ্যাপ। নাম কালিম্পং টুরিজম অ্যাপ (Kalimpong Tourism App)।  এনআইসি, ওয়েস্ট বেঙ্গল (NIC, West Bengal)-এর তরফে এই কাজটি করা হয়েছে। 


কোথায় মিলবে?
এখন সিকিউরিটি অডিট (Security Audit) করা হচ্ছে অ্যাপটির। সেটা মিটে গেলেই গুগল প্লে স্টোরে (Google Play Store) পাওয়া যাবে এই অ্যাপটি।




এক অ্যাপেই কালিম্পং:
ধরুন আপনি ঘুরতে যাবেন কালিম্পঙে। কোথায় যাবেন? কী খাবেন? কীভাবে ঘুরবেন? এসব তথ্যের জন্য আপনাকে আর ইন্টারনেট হাতড়াতে হবে না। ওই একটি অ্যাপেই পর্যটকের যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে। শুধু ঘোরার জায়গাই নয়, পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন থেকে শুরু করে কোথায় হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সব তথ্যই থাকছে ওই অ্যাপে। রয়েছে এটিএম -এর লোকেশনও। জেলার ঘুরতে এসে যাতে কোনও পর্যটকের সমস্যা না হয় সেই কারণেই সব তথ্য রাখা হয়েছে এখানে। শুধু ঘোরার সুবিধাই নয়, নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে পুলিশ স্টেশন ও হাসপাতালের তথ্যও রাখা হয়েছে।  


পর্যটক তো বটেই, পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই উপকার পাবেন এই অ্যাপ থেকে। কারণ, সেখানে হোটেল-রিসর্ট-হোম স্টে ব্যবসায়ীরা ওই অ্যাপে তাদের সম্পর্কে বিশদ বিবরণ দিতে পারবেন ওই অ্যাপে। উল্টোদিকে, পর্যটকরা তাদের অভিজ্ঞতার কথাও লিখতে পারবেন ওই অ্যাপে। ফলে দু-তরফেই মিলবে উপকার। ওই রিভিউ দেখে প্ল্যান করতে পারবেন অন্য পর্যটকরাও। 


আরও পড়ুন: প্রেমের টানে ঘরছাড়া! টোটোচালকদের সঙ্গে বাড়ি ছাড়লেন একই পরিবারের ২ গৃহবধূ