কালিম্পং: বড়দিনের ছুটিতে পর্যটকবহুল পাহাড়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে জমাটি ঠান্ডায় আনন্দ চেটেপুটে নিচ্ছেন পর্যটকরা।  পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার রিশপে বুধবার মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। আর তাতেই আনন্দে আত্মহারা পর্যটকরা। স্থানীয়দের মধ্যেও প্রথম তুষারপাতের আমেজ।

স্থানীয়রা জানালেন, সূর্য ডোবার বেলায় রিশপের সবুজ ঢাকল সাদা চাদরে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বিকেলে গাছ থেকে হোটেলের ছাদ ভরে যায় তুষারে। বরফ পড়ার পরই সবাই মিলে খেলতে শুরু করেন তুষারের গোলা নিয়ে। তারপর মোবাইলে সকলেই ফ্রেমবন্দি করতে থাকেন বরফ ঢাকা রাস্তার ছবি। সবুজ পাইন গাছের কোলে জমে তুলোর মতো তুষারকণা। যাকে বলে ক্রিসমাসের পারফেক্ট ওয়েদার। রিশপে  তুষারপাতের ফলে লাভা, গোরুবাথান এবং কালিম্পং জেলার অন্যান্য এলাকায় এবং উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলেও তাপমাত্রা কমে গেছে এক ধাক্কায় অনেকটা । 
Darjeeling জেলাতেও জমিয়ে পড়েছে শীত। 

দিন সর্বনিম্ন 
তাপমাত্রা
সর্বোচ্চ 
তাপমাত্রা
  আকাশের মুখ কেমন থাকবে 
২৩-Dec ৫.0 ১৩.0   আংশিক মেঘলা আকাশ 
২৪-Dec ৫.0 ১৩.0   আংশিক মেঘলা আকাশ 
২৫-Dec ৪.0 ১২.0   মূলত মেঘলা আকাশ , সঙ্গে বৃষ্টি 
২৬-Dec ৪.0 ১২.0   মূলত মেঘলা আকাশ , সঙ্গে বৃষ্টি 
২৭-Dec ৫.0 ১৩.0   সকালে ঘন কুয়াশা, আংশিক মেঘলা আকাশ 
২৪-Dec ৭.0 ১৪.0   আংশিক মেঘলা আকাশ 
২৯-Dec ৭.0 ১৪.0   আংশিক মেঘলা আকাশ 

অন্যদিকে, গত দুদিনের থেকে বুধবার সামান্য বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা বাধা পেতে পারে। যার জেরে বড়দিনে কনকনে ঠান্ডার সম্ভাবনা কম।