সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: আজাদগড়ের পুনরাবৃত্তি এন্টালিতে। শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায়, যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এন্টালির আনন্দ পালিত রোডে।
প্রথমে গালিগালাজ, তারপর রাস্তায় ফেলে মার, ইট দিয়ে মাথা ফাটানোর পর, প্রতিবাদী থানায় যাচ্ছেন বলায়, তাঁকে রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। প্রতিবাদী সায়ন কুণ্ডুর দাবি, তাঁর মা অসুস্থ। তাই গতকাল রাত ১০টা নাগাদ বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন। তার জেরেই তাঁকে মারধর করা হয়।
রেহাই পাননি তাঁর মা-বাবাও। প্রতিবাদীর দাবি, বারবার ১০০ ডায়াল করে ও গলফগ্রিন থানায় ফোন করেও সাড়া মেলেনি। পরে জানা যায় থানার নম্বর পাল্টে গিয়েছে। অভিযোগ, প্রথমে জেনারেল ডায়েরি করে অভিযুক্তদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয় এন্টালি থানার পুলিশ। পরে চাপে পড়ে FIR দায়ের করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন, শনির পথ বদল, ৪ রাশিতে ভয়ঙ্কর প্রভাব, পর পর সমস্যা, অশান্তি উঠবে তুঙ্গে
উল্লেখ্য, শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় আজাদগড়ে নিজের পাড়াতেই আক্রান্ত হলেন প্রতিবাদী। স্থানীয় বাসিন্দা সঞ্জয় ভট্টাচার্যর দাবি, তাঁর আশি ঊর্ধ্ব কাকা শয্যাশায়ী। বাড়িতেই অক্সিজেন চলছে। খুড়তুতো ভাইও ক্যান্সার আক্রান্ত। অভিযোগ, কালীপুজো মিটে গেলেও গতকাল রাত ১০টা নাগাদ ফ্ল্যাটের নীচেই শব্দবাজি ফাটানো হচ্ছিল। তারস্বরে বাজছিল সাউন্ড বক্স। প্রতিবাদ করায় সঞ্জয়কে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দা সঞ্জয় সাহা ও তার দলবলের বিরুদ্ধে গলফগ্রিন থানায় অভিযোগ জানান প্রতিবাদী। পাশাপাশি সাউথ সুবার্বান ডিভিশনের DC বিদিশা কলিতাকেও মেল করে অভিযোগ জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে