সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চারদিকে ধোঁয়া, পুড়ে ছাই হয়ে গেছে, তার মধ্যে থেকেই বের করা হচ্ছে একের পর এক ঝলসানো মৃতদেহ। বৃহস্পতিবার কল্যাণীর রথতলার এক বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে ঝলসে মৃতের সংখ্যা বেড়ে ৪। এদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা। বিস্ফোরণস্থলে পৌঁছেছেন রানাঘাট পুলিশ জেলার  SP ও কল্যাণী থানার পুলিশ। পৌঁছেছে দমকলও। বিস্ফোরণের পর জনবহুল এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা বাজি কারখানাটিই উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। 

প্রসঙ্গত, পরপর কয়েক বছর ধরে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে বাংলা। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল। 

২০২৪-এর পয়লা নভেম্বর, আলোর উৎসবের মধ্যেই উলুবেড়িয়ায় মজুত বাজিতে বিস্ফোরণে ২শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়। 

গতবছরের ২০ মার্চ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় ৩ জনের। ওই বছরই ১৬ মে, পূর্ব মেদিনীপুরের এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়েছিল ১১টি প্রাণ।

আরও পড়ুন, এবার আরও বিপাকে বাংলাদেশ? ইউনূসের দেশে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ আমেরিকার

কিন্তু, তার থেকে প্রশাসন শিক্ষা নেয়নি, সেটা স্পষ্ট হয়ে যায় এক সপ্তাহের মধ্যেই। ওই বছর ২২ মে, দক্ষিণ ২৪ পরগনার বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকা-সহ ৩ জনের। 

খাদিকুল ও বজবজের রেশ কাটার মধ্যেই, গতবছর ২৮ অগাস্ট, ফের বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ কাঁপিয়ে দেয়, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরকে। মৃত্যু হয় ৯ জনের। 

এর আগে উৎসবের মরসুমে চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ঝলসে গিয়েছিলেন মহিলা-সহ ৩জন। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মৃত্যু হয়েছিল একজনের। পুলিশ সূত্রে দাবি, বাজি কারখানার লাইসেন্স ছিল। তারপরও এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে, তবে কি নিয়ম মানা হয়নি? মজুত বাজিতে বিস্ফোরণ নাকি বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে