ঝিলম করঞ্জাই, উত্তর ২৪ পরগনা: যে মেডিক্যালের ছাত্রী নির্যাতিতা, সেখানেই কনভেনশনের অনুমতি বাতিল! বিচারের দাবিতে কনভেনশন, শেষমুহূর্তে অডিটোরিয়াম প্রত্যাখ্যান! দুর্যোগের কারণ দেখিয়ে অডিটোরিয়াম দিতে চাইল না কল্যাণী মেডিক্যাল।
কল্যাণী মেডিক্যালের রেসিডেন্ট ডক্টর্সের উদ্যোগে কনভেনশন। কলেজের অডিটোরিয়ামের অনুমতি দিয়েও শেষমুহূর্তে প্রত্যাখ্যান!'প্রাকৃতিক দুর্যোগের জন্য বিদ্যুতের সরঞ্জাম ব্যবহারে নিয়ন্ত্রণ। ঘূর্ণিঝড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কায় এসি, লাইট ব্যবহারে নিয়ন্ত্রণ। অনুমতি দিয়েও হল বাতিল নিয়ে আজব দাবি কল্যাণী মেডিক্যালের অধ্যক্ষের! মিলল না ক্যাম্পাসে অনুমতি, বাইরের অডিটোরিয়ামে কাল কনভেনশন। কল্যাণী মেডিক্যালেরই ছাত্রী ছিলেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসক। বিচারের দাবিতে কাল আর জি কর মেডিক্যালেও জুনিয়র ডাক্তারদের গণকনভেশন।
এর ঘটনার পর জুনিয়র ডাক্তার এবং রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। যদিও এই বিষয় নিয়ে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। পাশাপাশি আয়োজকরা কল্যাণীতেই এই অনুষ্ঠান করবেন, কিন্তু সেটা অন্য জায়গায়। সেই জায়গাটিও ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এবং সেখানে একই সময়ে, নির্যাতিতার স্মরণে , বিচারের দাবিতে অনুষ্ঠানটি হবে বলে জানানো হয়েছে।
কল্যাণী মেডিক্যাল কলেজ থেকেই এমবিবিএস পাস করেছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসক। তারপরে আর জি কর মেডিক্যাল কলেজে এমডি করতে যান তিনি। সেখানেই নৃশংস নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হয় চিকিৎসককে। সেই তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় সুবিচারের দাবিতে শনিবার গণ কনভেনশনের আয়োজন করেছিলেন কল্যাণী মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। এই মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামেই কনভেনশনের অনুমতি চেয়েছিলেন উদ্যোক্তারা। অনুমতি দিয়েও ছিলেন অধ্যক্ষ। কিন্তু আচমকাই ছন্দপতন। শেষ মুহূর্তে অনুমতি বাতিল করে উদ্যোক্তাদের ইমেল করেন কল্যাণী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।
আরও পড়ুন, ফিরছিলেন বাড়ি, হাওড়ায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু !
তিনি লেখেন, গণ কনভেনশনে প্রচুর বিদ্যুতের সরঞ্জাম ব্যবহার হবে। প্রাকৃতির দুর্যোগের কারণে তাতে বিভ্রাট হতে পারে। বিষয়টিকে মাথায় রেখে, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কায় এসি, লাইট ব্যবহারে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে এই অনুমতি প্রত্যাহার করা হচ্ছে। হঠাৎ এই অনুমতি প্রত্যাহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসকদের একাংশ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্য অর্জুন দাশগুপ্ত বলেন, বলা হয় দানার কারণে কনভেনশন বাতিল করা হচ্ছে। দানা হয়ে গেছে, অন্য দিকে চলে গেছে এখন কনভেনশন বাতিলের কী কারণ আমরা প্রশ্ন করছি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।