কলকাতা : ফের বিস্ফোরকম মদন মিত্র (Madan Mitra) । 'আমি মনে করি, তৃণমূল থেকে বেনোজল বের করার দিস ইজ দ্য রাইট টাইম।' মন্তব্য কামারহাটির তৃণমূলে বিধায়কের (Kamarhati TMC MLA)।


মদন বলেন, "তৃণমূল কখনোই খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। কেন করব ? মানুষ তো আমাদের সঙ্গে আছে। তার মধ্যেও দেখতে হবে বেনোজল ঢুকে পড়েছে কি না। এই বেনোজল ঢুকে যদি তৃণমূলের নামে বদনাম করার জন্য মানুষের উপর অত্যাচার করে সেগুলো নিশ্চয়ই অভিষেকের মত ছেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেতৃত্ব বরদাস্ত করবেন না। অভিষেক ও মমতা ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছেন, যে-ই হোক, কোনও খুনোখুনি বরদাস্ত করবে না। তৃণমূল কোনও জবরদস্তি, গায়ের জোরে কিছু করতে পারবে না। লখিন্দর-বেহুলার লোহার ঘরে এত সুরক্ষা নেওয়া হয়েছিল, তার পরেও তো কালনাগিনী ঢুকেছিল। ফলে, ফুটো একটা কোথাও থেকে যায়। আমি মনে করি, তৃণমূল থেকে বেনোজল বের করার দিস ইজ দ্য রাইট টাইম।"


পঞ্চায়েতে (Panchayat Election 2023) মনোনয়নের প্রথম দিনই বিরোধীশূন্য করার হুঁশিয়ারি দিয়েছিলেন মদন মিত্র (TMC MLA Madan Mitra)। 'ভয় পাচ্ছি, মানুষ না ১০০ শতাংশ করে দেয়! ১০০ শতাংশ করে দিলে তো ভোটই বাতিল হয়ে যাবে', বলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সঙ্গে সংযোজন করেন, 'অশান্তি টুকটাক না হলে হয়। সিপিএম আমলেও বোমা ছিল, আমাদের আমলেও বোমা আছে।' পঞ্চায়েত ভোট ঘোষণার পর দিকে দিকে হইচই। যদিও কামারহাটির বিধায়ক মনে করেন, ' গেম ইজ ওভার, আমাদের কোনও কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন বলে মনে হয় না, অভিষেকেরও নামার দরকার নেই। তবে, এই খেলায় আনন্দ নেই, মনমরা হয়ে যাচ্ছি, মাঠে তো প্লেয়ারই নেই। আমি তো আশঙ্কা করছি ১০০ শতাংশ ভোট না হয়ে যায়।'


কামারহাটির তৃণমূল বিধায়ক মানুষের কাছে আর্জি জানান, 'একটু দেখে-শুনে ভোট দিন।' কেন? স্বভাবসুলভ মেজাজে মদনের ব্যাখ্যা, 'যদি সব বুথে ৯৮-৯৯ শতাংশ ভোট পড়ে যায়, তখন ওরা আবার প্রশ্ন করবে, কী করে হল?' কিন্তু একই সঙ্গে তাঁর বক্তব্য, ভোটাররা আর কোনও বিকল্পই তো পাবেন না। ব্যালট পেপারে কারও নাম-ই থাকবে না। হঠাৎ এমন কথা কেন বলছেন তৃণমূল বিধায়ক? বিধায়কের কথায়, 'মনোনয়ন জমা দিতে ভয় পাচ্ছেন। আমাদের ছেলেদের অনুরোধ করেছেন, ভাই, সঙ্গে চল না।'