আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও সুদীপ্ত আচার্য, কলকাতা: মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে নাম না করে কার্তিক মহারাজকে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ওয়াকফ আন্দোলনের সময় আটচল্লিশ ঘণ্টা আলো নিভিয়ে রাখার অভিযোগ তুলে সরব হন মুখ্য়মন্ত্রী। পাল্টা বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ প্রশ্ন তুলেছেন, সব জানলে ব্য়বস্থা নিচ্ছেন না কেন? পাশাপাশি ধর্ম নিয়ে এদিন ফের বাগযুদ্ধে জড়িয়েছেন মুখ্য়মন্ত্রী এবং বিরোধী দলনেতা।

আরও পড়ুন, প্রত্যাঘাত সময়ের অপেক্ষা ? সমুদ্রপৃষ্ঠে মাল্টি ইনফ্লুয়েন্সড গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা !

মুর্শিদাবাদের দাঙ্গা কারা করিয়েছে? কারা তা হতে দিয়েছে? তিন সপ্তাহ পর মুখ্য়মন্ত্রী এবং বিরোধী দলনেতার বাগযুদ্ধে ফের জোরাল হয়ে উঠল সেই প্রশ্ন। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'দুটো, তিনটে লোক আছে যারা, এই গণ্ডগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা।'বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর ভোটব্যাঙ্কের লোকেরা জাফরাবাদ, বেতবোনায় তাণ্ডব চালিয়েছে।... বেলডাঙায় ইমামদের সামনে বলে এসেছিলেন, হিন্দুরা সংখ্যালঘু... হিন্দুদের দেখতে বলেছিলেন ইমামদের, তাই হরগোবিন্দ-চন্দন খুন হয়েছেন।

সোমবার নাম না করে, মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজকেও  নিশানা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  মুখ্য়মন্ত্রী   মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,' যদি আপনারা বলেন, দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনও একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন। তিনি কী করেন, তাঁর কী কুকীর্তি, তিনি কীভাবে মানুষকে উস্কানি দেন বেলডাঙা থেকে শুরু করে একেবারে সুতি, ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্য়েকটা কাজ জানি। যখন ওয়াকফ নিয়ে আন্দোলন হয়েছিল, আমি শুনলাম ৪৮ ঘণ্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, এটা ক্রিমিনাল অফেন্স। ভারত সেবাশ্রম সঙ্ঘের দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি। কিন্তু, এখানে ব্য়াপারটা একটু আলাদা। পর্দাকে পিছেমে কেয়া হ্য়ায়? এটা কিন্তু গান, আমার কথা নয়।'

অপরদিকে, এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীর একটু আগে ডুমুরজেলায় বলেছেন, দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে।  কে দেয় আপনাকে এই তথ্য। আপনি গেছেন ফিল্ডে ?' প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।এরপরেই তিনি সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেন। বলেন, হিন্দু বলে হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাড়ি থেকে টেনে এনে পশুকাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে। তাঁর সঙ্গে আপনি তুলনা করছেন, দাঙ্গবাজ গুলি খেয়ে মরেছে ! সব মৃত্যু দুঃখ্যজনক। দাঙ্গা করতে গেছে, গুলি করেছে। পুলিশ করুক, বিএসএফ করুক, সেতো কমিশন তদন্ত করছে, তাঁরা বুঝবে। আমি জানি না। আমি সাক্ষী নই।'