রানা দাস, পূর্ব বর্ধমান: কসবায় চাকরিহারা (Kasba DI Office Chaos) শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলেন পূর্ব বর্ধমানের কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকারা। অবস্থান বিক্ষোভের পরে একসঙ্গে মিছিলে করেন পূর্ব বর্ধমানের তিনটি স্কুলের শিক্ষিকাদের একাংশ। 

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ: কসবায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পূর্ব বর্ধমানের কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থানে বসলেন সেখানে কর্মরত শিক্ষিকাদের একাংশ। স্কুলের দোরগোড়ায় প্ল্যাকার্ড হাতে বসে সকলে। কারও হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা শিক্ষকদের হাতে ও ভাতে মারার প্রতিবাদ, কারও হাতে লজ্জা, জাতির জনক সমাজের মেরুদণ্ড শিক্ষকদের ওপর লাঠিচার্জ, লাথি মারার তীব্র প্রতিবাদ জানাই লেখা প্ল্যাকার্ড। সাদা পাতার ওপর কালো কালিতে লিখে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সম্মানে কাজে ফেরানোর দাবিও জানানো হয়েছে। কোনও কোনও প্ল্যাকার্ডে শুধুই ছিঃ বা ধিক্কার। কর্মরত হওয়া সত্বেও চাকরিহারা সহকর্মীদের সঙ্গে হওয়া অমানবিক আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন তাঁরা। মহামায়া মণ্ডল এই স্কুলের শিক্ষিকা প্রথমেই সিদ্ধান্ত নেন এবং স্কুলের গেটে প্রতিবাদে বসেন। পরে যোগ দেন অন্যান্য শিক্ষিকারা। শিক্ষিকা মহামায়া মণ্ডল বলেন, "শিক্ষক-শিক্ষিকা ভাইবোনেরা যারা চাকরি হারিয়ে হাহাকার করছে, যারা পুলিশের লাঠি, লাথি খাচ্ছে, তাঁদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নামাটা কর্তব্য মনে করেছি। আমি শিক্ষিকা, শিক্ষার সঙ্গে যুক্ত, যারা আজকে মার খাচ্ছে, চাকরি হারিয়েছে তাঁরাও শিক্ষার সঙ্গেই যুক্ত। তাঁরা সহকর্মী, আমি তাঁদের পাশে আছি।''

অবস্থান বিক্ষোভের পরে একসঙ্গে মিছিলে করেন কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়, কাটোয়া ডিডিসি গার্লস স্কুল, কাটোয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের একাংশ। কাটোয়া থানার সামনে মিছিল শেষ হয়। কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টিউলিপ দাস বলেন, "শিক্ষিকারা ছাত্রদের প্রতি যথেষ্ট দায়িত্বশীল। ওঁরা ক্লাস নিচ্ছেন, আমাদের স্কুল ঠিকমতো চলছে। বর্তমানে জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে, শিক্ষকদের ওপর লাঠিচার্জ, লাথি, অপমানজনক যা ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমাদের শিক্ষিকারা কাজ সামলেও অবস্থান বিক্ষোভে বসেছেন।''

এদিকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই এসএসসি দফতরের কাছে লাগাতার অবস্থান চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বৃষ্টির মধ্যে রাতভর রাস্তায় শুয়েই কাটিয়েছেন তাঁরা। আজ সকালেও সেখানেই বসে রয়েছেন চাকরিহারারা। যত সময়ে গড়াচ্ছে এসএসসি দফতরের সামনে বাড়ছে চাকরিহারাদের সংখ্যা। গতকাল রাতে তাঁদের সঙ্গে দেখা করতে যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অবিলম্বে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে অবস্থানের পাশপাশি রিলে অনশন চালাচ্ছেন ৩জন শিক্ষক। যদিও অনশনকে ব্যক্তিগতভাবে সমর্থন করেন না বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।