West Bengal News: জমি বিবাদেই খুনের ছক কষা হয়েছিল সুশান্তকে? বদলা নিতে মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ

Kolkata News: জমি বিবাদে খুনের চেষ্টার ছক ? দুবাই ফেরত গুলজারের কেনা কসবার গোডাউনের দখল নেওয়ার অভিযোগ সুশান্তর অনুগামীদের। বদলা নিতে খুনের ছক। জেরায় দাবি গুলজারের, পুলিশ সূত্রে খবর।

ABP Ananda Last Updated: 18 Nov 2024 03:48 PM

প্রেক্ষাপট

কলকাতা: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আগেও হামলার ছক কষেছিল গুলজার। পুলিশের দাবি, দু’-দু’বার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তৃতীয়বারে মরিয়া হয়ে উঠেছিল সে। খুনের বরাত দিয়েছিল বিহারের বাসিন্দা ইকবালকে। দেওয়া হয়েছিল...More

Alipurduar News: ফের আলিপুরদুয়ারের কুমারগ্রামে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল

ফের আলিপুরদুয়ারের কুমারগ্রামে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। গতকাল টিউশন পড়তে যাওয়ার পথে, মত্ত বাইক চালকের হাতে নাবালিকার 'যৌন হেনস্থা'। নাবালিকা চিৎকার করায় পালিয়ে যায় অভিযুক্ত। কামাখ্যাগুড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা কিশোরী। এই নিয়ে গত একমাসে আলিপুরদুয়ারে চারটি নাবালিকা নির্যাতনের ঘটনা ঘটল