কলকাতা: কল্য়াণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের মন্তব্য-বিতর্কে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দল তাঁদের বক্তব্যের সঙ্গে একমত নয় এবং এই মন্তব্যের নিন্দা করছে, বলে ফেসবুক পেজে প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেস। পাল্টা ঘুরিয়ে সমর্থনের অভিযোগে নেতৃত্বকেই চ্যালেঞ্জ কল্যাণের।
কসবার আইন কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায়, এবার মন্তব্য করে বিতর্কে জড়ালেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের বিস্ফোরক দাবি - নির্যাতিতা ছাত্রীটি একা গিয়েছিলেন বলেই পরিস্থিতির সুযোগ নিয়েছেন অভিযুক্ত। মদন মিত্র বলেন, "যদি ওই ছাত্রী না যেতেন, তাহলে এই ঘটনা ঘটত না। যাওয়ার আগে যদি কাউকে বলে যেতেন, ২ বান্ধবীকে সঙ্গে নিয়ে যেতেন, এই ঘটনা ঘটত না। আমরা যা দেখছি, যে ঘৃণ্য কাজ করেছে, সে (মনোজিৎ মিশ্র) পরিস্থিতির সুযোগ নিয়েছে।'' খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-নেতাদের সঙ্গে সাউথ ক্যালকাটা ল'কলেজে গণধর্ষণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের একাধিক ছবি সামনে এসেছে। কলেজের দেওয়ালে বড় বড় করে লেখা- 'মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস! নীচে লেখে টিম MM নানা মহলে প্রশ্ন উঠছে, শাসকদলের প্রশ্রয়েই কি বাড়বাড়ন্ত হয়েছিল মনোজিতের? এই প্রেক্ষিতে শুক্রবার, তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়েও বিতর্ক তৈরি হয়। তিনি বলেন, "আরে সরকারি বলতে কি সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন, য প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না, এটা কি হয় বলুন, এটা তো হয় না। যে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না।'' কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র বিতর্কিত মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে লেখা হয়েছে- সাউথ ক্যালকাটা ল’কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাঁদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনওভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। দল তাঁর বক্তব্য থেকে দূরত্ব তৈরির চেষ্টা করতেই পাল্টা দলকে নিশানা করেন কল্যাণ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন -" X-হ্যান্ডলে তৃণমূল কংগ্রেসের করা পোস্টের সঙ্গে আমি একমত নই। তারা কি পরোক্ষভাবে সেই নেতাদের সমর্থন করছে যারা এই অপরাধীদের আশ্রয় দিচ্ছে? কেবলমাত্র কেতাবি বিবৃতি দিয়ে কোনও বাস্তব পরিবর্তন আসবে না যদি না সরাসরি দায়ী নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।