কলকাতা: তৃণমূলের দাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। পঞ্চায়েত ভোটে ব্যালট খেয়েছে তৃণমূল। ২০২৪-এ ব্যালট খেতে এলে তৃণমূলের দাঁত নোড়া দিয়ে ভেঙে দেওয়া হবে, চিবানোর অবস্থা আর থাকবে না তৃণমূলের'। ব্যারাকপুরে দলীয় সভা থেকে হুঙ্কার দিয়ে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'তৃণমূল বুঝতে পারবে ব্যালট খাওয়ার দাম কীভাবে চোকাতে হবে। মানুষকে ভোট না দিতে দেওয়ার পরিণাম বুঝতে পারবে তৃণমূল'। রাজ্যজুড়ে রাজনৈতিক বাগযুদ্ধ অব্যাহত। কখনও শুভেন্দু অধিকারী। কখনও দিলীপ ঘোষ। বিরোধীদের নিশানায় সুর চড়িয়েছেন প্রায়ই। অন্যদিকে বেঁফাস মন্তব্য করে বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন উদয়ন গুহ থেকে হুমায়ুন কবীর। আর এবার সেই তালিকায় কৌস্তভ বাগচীর নামও।
অব্যাহত বাগযুদ্ধ: পঞ্চায়েত ভোটের আগে থেকেই তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলেন রাজনৈতিক মহলে। তাঁর জন্য দলের অন্দরে ক্রমশই জাঁকিয়ে বসেছিল নির্দল অস্বস্তি। ভোটপর্বে ইসলামপুরের তৃণমূল বিধায়ক, আব্দুল করিম চৌধুরীর সাফ বক্তব্য, সন্ত্রাস বন্ধ না হলে রাজ্যসভায় ভোট নয়। হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। জলপাইগুড়িতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে হুঁশিয়ারি দিয়ে তিনি সম্প্রতি বলেন, 'দলে থেকেও যাঁরা পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের হারানোর চেষ্টা করেছেন, বুথ ও অঞ্চল সভাপতিদের কাছে থেকে পরিসংখ্যান নিয়ে সেইসমস্ত গদ্দারদের দল থেকে বহিষ্কার করা হবে'। তাঁর দাবি, কোথাও কোথাও নিজেদের প্রার্থীদের হারাতে তৃণমূল নেতা, কর্মীরাই বিজেপি, সিপিএম, কংগ্রেসের হাত মিলিয়েছিলেন। একইসঙ্গে প্রিসাইডিং অফিসারদের একাংশ তৃণমূল প্রার্থীদের জোর করে হারিয়ে দিয়েছেন বলেও অভিযোগ তোলেন তৃণমূলের জেলা সভানেত্রী। এই সমস্ত সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে বলে তাঁর দাবি ছিল।
হুমকির ভিডিও ভাইরাল: কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা গিয়েছিল ভোটকেন্দ্রে ঢুকে প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়ে পঞ্চায়েত ভোটে ছাপ্পা দেওয়া হচ্ছে। সেই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে য়ায়। ভাইরাল হয় পুরুলিয়া জেলা পরিষদের তৃণমূল প্রার্থীর হুমকির ভিডিও। পুনর্নির্বাচন ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুঞ্চা থানার সামনে হুড়া-মানবাজার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিরোধীদের। ছাপ্পার অভিযোগ উড়িয়েছিলেন অভিযুক্ত তৃণমূল প্রার্থী।