নয়াদিল্লি: আদানির (Gautam Adani) বিরুদ্ধে প্রতিবাদ ইস্য়ুতে কি এবার একলা চলোর, নীতি নিল তৃণমূল? প্রশ্নটা উঠছে, কারণ গতকাল বিরোধী বৈঠকে ছিলেন না তৃণমূলের কোনও প্রতিনিধি। যদিও, দিল্লিতে এলআইসি দফতরের সামনে আদানি ইস্য়ুতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা।


একলা চলো নীতি তৃণমূলের? আক্রমণ, বিক্ষোভ সবই আছে। কিন্তু, একা একা। আদানি-ইস্য়ুতে এখনও কংগ্রেস-সহ বাকি বিরোধীদের থেকে কার্যত দূরত্ব রেখেই চলছে তৃণমূল। মঙ্গলবারও বিরোধীদের বৈঠকে গরহাজির থাকল তারা। এটা অবশ্য় প্রথমবার নয়। এর আগে শুক্রবার কংগ্রেস-সহ বিরোধীদের বৈঠকে অংশ নেননি তৃণমূল সাংসদরা। সোমবারও দেখা যায় একই ছবি। বৈঠকে না গিয়ে স্রেফ বিরোধীদের ধর্নায় যায় তৃণমূল।  মঙ্গলবারও কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বিরোধীদের বৈঠকে দেখা গেল না তৃণমূল কোনও সাংসদকে। যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এব্য়াপারে তৃণমূলের নীতি কি একলা চলো?

মঙ্গলবার বিজেপি বিরোধী দলগুলো যখন রণকৌশল ঠিক করতে বৈঠক করছে তখন দিল্লিতে LIC-র সদর দফতরের সামনে, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা। ওঠে গৌতম আদানি, LIC এবং সেবির চেয়ারম্যানের গ্রেফতারির দাবি। আদানি-ইস্য়ুতে সরগরম দিল্লি, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ তৃণমূলের। নির্বাচনী বন্ডের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ বিজেপির। সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের মুখ কালো, ওরা কালো কাপড় বেঁধে কেন গেছে, কয়লা-গরু পাচারে মুখ কালো হয়েছে। প্রাইভেট ব্যাঙ্ক ও বিমা কোম্পানি সুপারি নিয়েছে তৃণমূল। ইলেক্টোরাল বন্ড তাই বেশি পেয়েছে, কারণ ওই টাকা এখানে এসেছে।’’

বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে, এখনও আদানি ইস্যুতে মুখ খোলেননি প্রধানমন্ত্রী। এই অবস্থায়, এদিন ত্রিপুরার জনসভা থেকেও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, “আজ আমাদের সাংসদরা এলআইসির সামনে ধর্না দিয়েছে, কারও না কারও তো লোন নেওয়া আছে। কদিন পর তো ধপাস ধপাস যাবে, আপনার টাকা গেল। কে উত্তর দেবে?’’ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী ভারতের অর্থব্যবস্থাকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে আদানি প্রসঙ্গে এই বিবৃতি কোন মুখ্যমন্ত্রী থেকে কাম্য নয়, তৃণমূলকে যারা বিরোধী দল রয়েছে তারা প্রত্যাখ্যান করছে না তাদেরকে প্রত্যাখ্যান করছে তা নাকি তারা অপান্তের হয়ে পড়বে তারাও ওটাই বলতে পারবে।’’ আদানি ইস্যুতে বুধবার, দিল্লির সংসদ মার্গে SBI-এর সদর দফতরের বিক্ষোভ দেখাবে তৃণমূল।

আরও পড়ুন: Basanti Blast: ঘটনার ৩ দিন পর বাসন্তীতে বিস্ফোরণস্থলে ফরেন্সিক টিম, ক্ষুব্ধ গ্রামবাসীরা