ঝিলম করঞ্জাই,  কলকাতা : এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ ( Coronavirus) । এরইমধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue )। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। সেই সঙ্গে  রাজ্যে বাড়ছে সোয়াইন ফ্লু ( Swine Influenza  ) আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন এবং কী করবেন না? পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 



একে ডেঙ্গিতে রক্ষে নেই, দোসর সোয়াইন ফ্লু । এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা । তারমধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ । এর ওপর আবার দাপট দেখাতে শুরু করেছে সোয়াইন ফ্লু’ও । 


উডল্যান্ডস হাসপাতাল
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ৪৫।  উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, তাঁদের কাছে চিকিত্‍সার জন্য এসেছেন সোয়াইন ফ্লু আক্রান্ত ২৩ জন। এঁদের মধ্যে এখনও ৮ জন হাসপাতালে ভর্তি।

ঢাকুরিয়া আমরি
ঢাকুরিয়া আমরি হাসপাতালে সংখ্যাটা ২০।  চিকিত্‍সকরা বলছেন, হাসপাতালে চিকিত্‍সাধীন সোয়াইন ফ্লু আক্রান্তদের অনেকেই করোনা পজিটিভও!


বিশেষজ্ঞরা বলছেন, সোয়াইন ফ্লুর উপসর্গ হল, 



  • সর্দি-কাশি

  • নাক দিয়ে জল পড়া

  • জ্বর

  • গা-হাত পায়ে ব্যথা

  • মাথার যন্ত্রণা

  •  দুর্বল ভাব।


সোয়াইন-ফ্লু প্রতিরোধের নিয়ম অনেকটা করোনা ভাইরাসের মতোই। চিকিৎ‍সকরা বলছেন, সোয়াইন ফ্লু মূলত হাঁচি-কাশি থেকে ছড়ায়। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। 



  • আক্রান্তর নাক-মুখ ঢেকে রাখতে হবে।

  • ব্যবহার করতে হবে মাস্ক।

  • ঘন ঘন সর্দি, কাশি, জ্বর হলেই যেতে হবে চিকিৎ‍সকের কাছে।

  • সোয়াইন ফ্লুতে আক্রান্তদের থেকে বৃদ্ধ, শিশু ও অন্তঃসত্ত্বাদের দূরে রাখতে হবে।

  • খাওয়ার আগে ভাল করে হাত ধুতে হবে

  •  ডেঙ্গি, সোয়াইন ফ্লুর পাশাপাশি, চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়াও। 


স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  চলতি বছর এখনও পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন।  অন্যদিকে,  স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।