কলকাতা: বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। একাধিক ছবি ও সিরিয়ালে একসঙ্গে তাল মিলিয়ে করছেন অভিনয়। দিন কয়েক আগে অভিনেত্রীর একটি পোস্ট মন ভাঙে তাঁর অনুরাগীদের। অসুস্থ কনীনিকা। খবর ছড়াতে বিশেষ সময় লাগেনি। তবে সেই কঠিন সময় কেটেছে। লড়াই শেষে হাসিমুখে বাড়ি ফিরেছেন তিনি।


আগের চেয়ে সুস্থ কনীনিকা


শিরদাঁড়ায় অস্ত্রোপচার (Spine Operation) হয়েছে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। ধারাবাহিকের কাজ মাঝপথে ছেড়েই চেন্নাই (Chennai) পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরাও। তবে মঙ্গলবার সকাল সকাল একগুচ্ছ ছবির সঙ্গে সুখবর দিলেন অভিনেত্রী। অস্ত্রোপচার সেরে আপাতত তিনি সুস্থতার পথে। ফিরেছেন পরিবারের কাছে। 


মঙ্গলবার সকালে স্বামী ও কন্যার সঙ্গে হাসিমুখে বেশ কিছু ছবি পোস্ট করে কনীনিকা লেখেন, 'শুভ সকাল বন্ধুরা, প্রায় ১৩ দিনের হাসপাতালের শিক্ষণীয় সফর শেষে পরিবাররে কাছে ফিরেছি। আমি আমার প্রত্যেকজন ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানাই যাঁরা আমার নিজের শরীরকে আরও ভাল করে চেনার পর্যায়ে আমার সবচেয়ে বড় সহায় ছিলেন। ডাক্তার সিদ্ধার্থ ঘোষের মতো একজন চিকিৎসক ও তাঁর স্ত্রী মিত্রা দির মতো সঙ্গী পেয়ে ধন্য। আমার পরিবার আমার শক্তি। কিয়া, আমার স্বামী, বাবা, মা, কাকা, আমার বোন আমার শক্তিস্তম্ভ।'


তবে এখানেই শেষ নয়। সকলের সঙ্গে অনুরাগীদের ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী। তিনি আরও লেখেন, 'আর যাঁদের ধন্যবাদ না জানিয়ে পারব না তা হলে তোমরা। আমার দর্শক আমার বন্ধুরা আমার অনুরাগীরা আমার শুভাকাঙ্খী আমার আত্মীয়... তোমাদের প্রার্থনায় আজ আমি সুস্থ... সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে... হিলিং চলছে... পাশে থেকো সঙ্গে থেকো। সকলের জন্য অনেক শুভ কামনা।'


 






আরও পড়ুন: IFFM Awards 2022: 'মেলবোর্ন চলচ্চিত্র উৎসব'-এ সেরার শিরোপা রণবীর সিংহ-শেফালি শাহের, রইল পুরস্কারের পুরো তালিকা


গত ৩০ জুলাই, কনীনিকা বন্দ্যোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রামে 'আয় তবে সহচরী' ধারাবাহিকের সেট থেকে বেশ ছবি পোস্ট করেন। সেখানে লেখেন যে এই পরিবারকে তিনি আগামী কিছুদিন খুবই মিস করবেন। সেখানে তিনি কথাও দেন যে খুব তাড়াতাড়ি ফিরবেন তিনি। 


কনীনিকা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্র সুস্থ কাজে ফিরুন, এই কামনা রইল।