বিশ্বজিৎ চক্রবর্তী , মেদিনীপুর:  প্রাক্তন তৃণমূল নেতাকে ( TMC Leader ) ফোন করে ১০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল জেলবন্দি দুষ্কৃতীর বিরুদ্ধে। টাকা না দিলে পরিবার-সহ খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।


 খড়গপুরের ( kharagpur ) ডন শ্রীনু নাইডুকে খুনে অভিযুক্ত শঙ্কর রাও বর্তমানে জেলবন্দি। অভিযোগ, এই শঙ্করই বুধবার প্রাক্তন তৃণমূল নেতা মনোজ তাম্বেকে ফোন করে ১০ লক্ষ টাকা তোলা চায়। টাকা না দিলে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ।


খড়গপুর টাউন থানায় অভিযোগ জানিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । দিলীপ ঘোষ বলেন, ' এ তো চলতেই থাকে। কেউ বলে কেউ বলে না। সারা বছর ধরে হয় এরকম। ধমকি দিয়ে তোলাবাজি হচ্ছে পুলিশ জানে কিন্তু কিছু করে না। সেই জন্য এখানে চলে। পুলিশ যদি চায় দুদিনে বন্ধ করতে পারে।' 


তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, মনোজ তাম্বে টাউন থানায় অভিযোগ করেছে কোনও এক ব্যক্তি জেল থেকে তাঁকে ফোন করে টাকা চাইছে ...কিন্তু দিলীপ ঘোষের এই নিয়ে এত মাথাব্যথা কেন আমি বুঝতে পারছি না। দিলীপ ঘোষকে কটাক্ষ করে অজিত মাইতি আরও বলেন, ' এর জন্য নাকি সারা বাংলার আইন-শৃঙ্খলার ছবিটা সামনে এসে  গেল। এর মানেটা কী। উনি কী বোঝাতে চাইছেন। এসব কথা বলে উনি খড়্গপুরে কি ক্রিমিনালদের আহ্বান করতে চাইছেন? নিজের হাত শক্ত করার জন্য।' 

আরও পড়ুন :


' এই দেখুন মাথা ফুলিয়ে দিয়েছে', কোঁকিয়ে উঠলেন অবসরপ্রাপ্ত সরকারিকর্মী


২৪ নভেম্বরের শিরোনাম এক নজরে। ( Morning Headlines ) 


১। অনুব্রত মণ্ডলের নামে কোটি টাকার লটারির টিকিটের মালিকানা-সন্ধানে বোলপুরে সিবিআই। বড় শিমুলিয়া গ্রামে শেখ নুর আলির বাড়িতে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আজই তলব।


২। বিশ্বভারতীতে বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় সংঘর্ষ। গভীর রাতে নতুন করে উত্তেজনা। প্রায় ১২ ঘণ্টা পর ঘেরাও-মুক্ত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। 


৩। কার নির্দেশে অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগে এসএসসির আবেদন? কমিশনকে সামনে রেখে কেউ কেউ বিশ্বকাপ খেলছে। মাথা খুঁজতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের। এক সপ্তাহে রিপোর্ট তলব।


৪। অবৈধদের নিয়োগ-মামলায় আজ শিক্ষা সচিব মণীশ জৈনকে হাজিরার নির্দেশ। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। 


৫। বকেয়া ডিএ-র দাবিতে পথে নেমে পেটে-মুখে জুটল পুলিশের ঘুষি! কয়েকজন পুলিশও আহত। গ্রেফতার ৪৭। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা সহ ৯টি ধারায় মামলা।