বিশ্বজিৎ দাস, খড়্গপুর: প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মহিলার গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ খড়গপুরের গোলখুলি এলাকায় রুকিয়া বিবির গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।                                  

Continues below advertisement

তাঁর অভিযোগ ইন্দা, পাঁচবেড়িয়া, কাজিমহল্লা, খড়গপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে প্রকাশ্যে মাদক বিক্রি হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে অনেক যুবক। গতকাল স্থানীয়রা এর প্রতিবাদ করে এবং শেখ শাকিল ও শেখ কুরবান নামে দুই অভিযুক্তকে খড়গপুর টাউন থানার হাতে তুলে দেয়। এরপরেই রুকিয়া বিবির গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। ঘটনাস্থলে যায় খড়গপুর টাউন থানার পুলিশ।                                 

এর আগে ৮ সেপ্টেম্বর এমনই একটি ঘটনা ঘটেছিল একবালপুরে। মদের আসরের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ৮ সেপ্টেম্বর রাতে ধনরাজ প্রসাদের বাড়ির পাশে মদ্যপান ও গালিগালাজ করছিল কয়েকজন দুষ্কৃতী। ভাইয়ের চোখের সামনে আচমকা চপার বের করে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে আমজাদ নামে এক দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন ধনরাজ। অভিযোগ এরপর গুলি চালানোরও চেষ্টা করেন অভিযুক্তের শাগরেদরা। চারদিন পর হাসপাতালে মৃত্যু হয়েছিল ধনরাজ প্রসাদের।                     

Continues below advertisement

শুধু কলকাতা নয়, সেপ্টেম্বরেই এমন ঘটনা ঘটেছিল মালদাতে। জুয়ার ঠেকের প্রতিবাদ করায় হামলার অভিযোগ উঠেছিল। বাড়ি থেকে শুরু করে মোটরবাইকে ভাঙচুরের অভিযোগ উঠল পুরাতন মালদায়। এখানেই শেষ নয়, ঘটনায় বাড়ির মহিলাদেরও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছিল।                                    

তার আগে, বেলঘরিয়ায় প্রকাশ্যে মদের আসরের প্রতিবাদ করায়, আক্রান্ত হতে হয়েছিল আঁকার শিক্ষককে। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এবার পুরাতন মালদায়, জুয়ার ঠেকের প্রতিবাদ করায় সোজা বাড়িতে এসে হামলা চালাল বহিরাগতরা। থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার।