খড়গপুর: করোনা ওমিক্রন  (Omicron) উদ্বেগের মধ্যেও খড়গপুর (Kharagpur) শহরের বিভিন্ন জায়গায় সাউন্ড বক্স বাজিয়ে বর্ষবরণের (New Year) অনুষ্ঠান। মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান। বন্ধ করা হল অনুষ্ঠান। কেন্দ্র (Central Government) ও রাজ্যের (West Bengal) তরফে তৃতীয় ঢেউয়ের সতর্কতা থাকা সত্ত্বেও গতকাল খড়গপুর শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, আবাসনে চলছিল বর্ষবরণের অনুষ্ঠান। কোভিড বিধি মানা হচ্ছে কিনা দেখতে মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান চালানো হয়। 


শুক্রবার রাতে বর্ষবরণের অনুষ্ঠান চলাকালীন খড়গপুরের মহকুমা শাসক আজমল হোসেন, মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার এবং খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় একযোগে হানা দিলেন খড়গপুর শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ ও আবাসনগুলিতে। পুলিশ সূত্রে খবর, একাধিক জায়গায় বিনা অনুমতিতে সাউন্ড বক্স বাজিয়ে চলছিল অনুষ্ঠান। কাউকে গ্রেফতার অথবা আটক করা না হলেও, কোভিড বিধি না মানায়, প্রশাসনের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।


এদিকে বর্ষবরণের রাতে চলল কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) অভিযান। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা রুজু। মত্ত অবস্থায় বাইক চালানোয় ১৮৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এছাড়াও, বেপরোয়া গতির কারণে ১৮৪ ও হেলমেট না পরায় ১২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। তিনজনের বেশি বাইকে চড়ায় ১২৮টি অভিযোগ দায়ের হয়েছে। বর্ষবরণের রাতে ২০৭টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।


করোনা-ওমিক্রন আতঙ্কের মধ্যেই  ২০২২ -এ পা।  সকাল থেকেই বছরের প্রথম দিনের আনন্দে মাতোয়ার আম-জনতা।  ভিড় জমেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, নিক্কো পার্ক, ইকো পার্কে। কচি-কাঁচারা বড়দের হাত ধরে হাজির চিড়িয়াখানায়। মানুষের ভিড় দিঘার সমুদ্র সৈকতেও। তবে এত মানুষের ভিড়ে অধিকাংশ জায়গাতেই মানা হচ্ছে না করোনা বিধি। মুখে মাস্ক নেই অনেকেরই। দূরত্ব না মেনেই তোলা হচ্ছে সেলফি। সবমিলিয়ে আনন্দের পাশাপাশি আতঙ্কও ক্রমশ বাড়ছে।


বছর শুরুর দিন দিঘাতে পর্যটকদের ভিড়। সমুদ্র সৈকতে কেউ পা ভিজিয়ে গল্পে মেতেছেন। কেউ আবার পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিকের মেজাজে। করোনা সতর্কতা সত্ত্বেও অনেকের মুখেই নেই মাস্ক। থিকথিকে ভিড়ে উধাও দূরত্ব বিধি।