কলকাতা: 'খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তভার CID-কে দেওয়া হবে। এখনও CBI-কে দেওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি', তাই CBI-কে তদন্তভার দেব না, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আরও পড়ুন, পিকআপ ভ্যান উল্টে মৃত ৩, আহত ২২, ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডুয়ার্সের নাগরাকাটায়
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন,'সিবিআই এখন গ্যালারি শো, মামলা এখন CBI-কে দিলে গ্যালারি শো হয়ে যাবে। DIG পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি CID', হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন সিটে, প্রাথমিক পর্যবেক্ষনে জানালেন বিচারপতি। আগামীকাল সকালে চূড়ান্ত নির্দেশ দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
১২ জুলাই, খেজুরিতে অস্বাভাবিক মৃত্য়ু হয় দুই বিজেপি কর্মী, ২২ বছরের সুজিত দাস এবং ৬৫ বছরের সুধীর পাইকের। আদালতে জমা পড়ে ২ বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট। যেখানে দেখা যায়। বিজেপি কর্মী সুজিত দাসের প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ফারাক রয়েছে। প্রথম রিপোর্টে উল্লেখ ছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু। দ্বিতীয় রিপোর্টে লেখা, দেহে আঘাতের কথা। খেজুরির ভাঙনমারিতে অনুষ্ঠান দেখতে গিয়ে অস্বাভাবিক মৃত্য়ু হয় বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীরচন্দ্র পাইকের। পুলিশ দাবি করে, অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের।
কাঁথি SDPO দিবাকর দাস বলেছিলেন, অনুষ্ঠানের সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা ওপর থেকে বয়স্ক লোকের ঘাড়ের ওপর পড়ে। ওঁর সঙ্গে যে যুবক ছেলেটি ছিলেন, ওঁর সংস্পর্শে এসে উনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। যদিও, এই দাবি মানতে নারাজ নিহত বিজেপি কর্মীর পরিবার। মৃত বিজেপি কর্মী সুধীর পাইকের ভাইপো গৌর পাইক বলেন, অন্য কোথাও মেরে নিয়ে এসে স্টেজের ধারে রেখেছে। জেনারেটর বন্ধ করেছে স্টেজের ওপর তুলেছে, তোলার পর বলছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেছে। সাজানো করে। কোমরে দাগ আছে, আর এই গলার কাছে দাগ আছে।'
জেনারেটর সাপ্লায়ার রঞ্জন পাত্র বলেছিলেন, 'আমার জেনারেটর থেকে চলছিল। একটা বাঁশের খুঁটিতে লাইনটা আমার থাকে। ওখান থেকে ওনারা যারা অপারেট করে, লাইট কিংবা মাইক ওদেরকে লাইনটা দেওয়া হয়। আমার জেনারেটর ১০ কিলোওয়াট ছিল। ২২০ তে চালানো হয়, যখন অনুষ্ঠান চলে তখন ইঞ্জিন বাড়িয়ে ভোল্টেজটা ৩০-৪০ করে দেওয়া হয়।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)