কলকাতা: খাস কলকাতায় একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। বাঘাযতীনের পর এবার ঘটনা কসবার হালতুতে। ফের আক্রান্ত হলেন প্রতিবাদী। অভিযোগ, ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছে দম্পতিকে। 

Continues below advertisement

ফের আক্রান্ত প্রতিবাদী: কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কসবার এই এলাকা। অভিযোগ, ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করেছিলেন তাঁরা। আর তারপরই আক্রান্ত হতে হল দুষ্কৃতীদের হাতে। অভিযোগ, রাস্তায় ফেলে বেধড়ক মারদর করা হয় দম্পতিকে। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। অভিযোগের পরেও থানা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।                             

প্রতিবাদী ওই দম্পতি বলেন, "ছেলেকে নিয়ে রাতে ফিরছিলাম। দেখলাম ক্লাবের সামনে কয়েকজন ভাঙচুর করছে। আমি বলেছি তোর এরকম করছিস কেন! এই বলাটা ভুল হয়েছে আমার। আমার ছেলেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর আমাকে এরকম অবস্থা করেছে। লাথি মেরেছে, ঘুষি মেরেছে। ফেলে দিয়ে বুকে লাথি মেরেছে। প্রায় ১৫-১৬ ছিল। কারণটা কী বুঝতে পারলাম না। আমাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউন্সিলর লিপিকা মান্নার ড্রাইভার সহ ওঁর অনুগমারীরা এই কাজ করেছে।'' 

Continues below advertisement

এলাকায় মদের আসর বসানোর প্রতিবাদ করায় গভীর রাতে বাঘাযতীনের বিদ্যাসাগর পল্লির ক্লাবে দুষ্কৃতী-তাণ্ডব। লাঠি-রড দিয়ে ক্লাব সদস্যদের মারধর, ক্লাবে ভাঙচুর, মদের বোতল দিয়ে মেরে ক্লাব সদস্যদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। হামলার জেরে আহত হন বিদ্যাসাগর পল্লির রুদ্রাক্ষ এভারগ্রিন ক্লাবের জনা ১২ সদস্য। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এলাকায় মদের আসর বসে। মহিলাদের কটূক্তি করা হয়। ক্লাব সদস্যরা প্রতিবাদ করতেন বলেই আক্রোশবশত গতকালের হামলা। অভিযোগ, গতকাল রাত দেড়টা জনা পঞ্চাশেক দুষ্কৃতী রুদ্রাক্ষ এভারগ্রিন ক্লাবে ঢুকে তাণ্ডব চালায়। মহিলাদেরও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Jorabagan News: ব্যক্তিগত আক্রোশের জেরে এই পরিণতি? জোড়াবাগান কাণ্ডে গ্রেফতার এক নাবালক