কলকাতা: কলকাতা পুরভোটে রেকর্ড জয় পেলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee)। ১০৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতলেন ৩৭৬৬১ ভোটে। পুরভোটে এত বড় ব্যবধানে জয় অবিশ্বাস্য ফল, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


১০৯ নম্বর ওয়ার্ডে অনন্যা পেয়েছেন ৮২ শতাংশ ভোট। পুরভোটে যা বেশ বিরল। নির্বাচনে রীতিমতো দাপট দেখিয়ে জয়ী অনন্যা। তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুণাল ঘোষ বলেছেন, 'প্রচারের সময় থেকেই বোঝা গিয়েছিল অনন্যা বড় ব্যবধানে জিতবে। দারুণ কাজ করেছে। এলাকায় ভীষণ জনপ্রিয় অনন্যা।'


কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা শুরু। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ রাউন্ডে গণনা চলছে। কোন ওয়ার্ডে কে জিতলেন? দেখে নিন তার আপডেট


৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার


৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়


১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক


অপারজেয় তকমা বজায় রেখে কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election 2021) ৮৮ নম্বর ওয়ার্ডে ফের একবার জিতলেন মালা রায় (Mala Roy)। ৭৩৫৭ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। ১৯৯৫ সাল থেকে তিনি টানা কাউন্সিলর যে ওয়ার্ডের। এই নিয়ে টানা ষষ্ঠবার পুরভোটে জিতে উঠে হাসিমুখে মালা রায় জানালেন, '৩৬৫ দিন মানুষের পাশে থাকি, সেই জন্যই মানুষ দু'হাত তুলে আর্শীবাদ করেছেন।' কলকাতা পুরভোটে তৃণমূলের তৃতীয়বার ক্ষমতা দখলের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে তাঁর সংযোজন, 'এই জয় সারা কলকাতার জয়। সাধারণ মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার জন্য যেরকম একাধিক কাজ করেছেন, আরও উন্নত করার স্বপ্ন দেখেছেন, তা এখানকার মানুষ সাদরে স্বাগত জানিয়েছেন।'


১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমিত সিংহ


১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ


৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার


৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়


৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শাম্মি জাহান বেগম


১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের তারক সিংহ


২২ নম্বর ওয়ার্ডে জয়ী মীনাদেবী পুরোহিত


২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা


১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের ওয়াসিম আনসারি


১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ