কলকাতা: পুরভোটে একচেটিয়া জয় পেল তৃণমূল( KMC Election Result 2021)। গতবারের চেয়েও আসন বাড়িয়ে নিল ঘাসফুল শিবির। কলকাতা পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টি আসনেই জিতলেন তৃণমূল প্রার্থীরা। ৩টি ওয়ার্ডে জিতে দ্বিতীয় স্থানে রইল বিজেপি। ২টি করে ওয়ার্ডে জিতল বাম এবং কংগ্রেস। নির্দল প্রার্থীরা জিতেছেন ৩টি ওয়ার্ডে। এরইমধ্যে দ্বিতীয় স্থানের লড়াইয়ে বিজেপিকে পিছনে ফেলেছে বামেরা। প্রাপ্ত ওয়ার্ডের নিরিখে, বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও, প্রাপ্ত ভোটের হারের নিরিখে তাদের ছাপিয়ে গেছে বামেরা। 


তৃণমূলের একার ঝুলিতেই গেছে প্রায় ৭২ শতাংশ ভোট। প্রাপ্ত ভোটের হারের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা বামেরা পেয়েছে ১২ শতাংশ ভোট।  বিজেপির প্রাপ্ত ভোটের হার ৯ শতাংশ  এবং কংগ্রেস শতাংশ ভোট পেয়েছে। ৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা। ৪৮ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি। ১৬ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস। নির্দল ৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে। বামেরা দুটি ওয়ার্ডে জয়ী হয়েছে। ৯২ ওয়ার্ডে জয়ী সিপিআই প্রার্থী মধুছন্দা দেব, ১০৩ নম্বর ওয়ার্ডে ৮৬ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়। এই নিয়ে চারবার কাউন্সিলর পদে জিতলেন মধুছন্দা। ঘাসফুলের জোয়ারে দুর্গ অটুট রাখলেন তিনি। চারিদিকে সবুজ উচ্ছ্বাসের মাঝে যেন বিচ্ছিন্ন দ্বীপ- দূর্গ সামলে সাফল্যের হাসি।  প্রায় সাড়ে তিন হাজার ভোটে জিতেছেন তিনি।


জয়ের সার্টিফিকেট নিয়ে বেরোনোর পরই মধুছন্দাকে নিয়ে উচ্ছ্বাসে মাতলেন বাম কর্মী-সমর্থকরা। লাল আবির মেখে ও মাখিয়ে, বাম কর্মীদের সাফল্য উদযাপনের ছবি ধরা পড়ল ৯২ ওয়ার্ডে। জয়ের পর মধুছন্দার মুখে উঠে এসেছে পুরভোটে শাসক দলের বিরুদ্ধে  গা-জোয়ারির অভিযোগ। তিনি   বলেছেন, সুষ্ঠু ও অবাধ ভোট হলে বামফ্রন্ট আরও আসন পেত। কিন্তু কলকাতা পুরভোটে সব জায়গায় সঠিকভাবে ভোট হয়নি। মানুষ মতাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এখানে আমরা মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিরোধ করতে পেরেছি।


উল্লেখ্য, এবারের পুরভোটে প্রাপ্ত ভোটের হারের নিরিখে রাজ্য রাজনীতি বিরোধী রাজনীতির ভরকেন্দ্রের পরিবর্তন হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্য়ে আলোচনা শুরু হয়েছে। এখন বিরোধী পরিসরের অভিমুখে কোনও পরিবর্তন হয় কিনা, তার জবাব লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গর্ভে।