কলকাতা: কলকাতা পুরভোটের নির্বাচন( KMC Election 2021) থেকে কী রাজ্যের বিরোধী পরিসরে কোনও পরিবর্তনের ইঙ্গিত উঠে আসবে? এখনও পর্যন্ত কলকাতা পুরসভার ভোট গণনার প্রবনতায় যে তথ্য উঠে এসেছে, তাতে তৃণমূল কংগ্রেস পেয়েছে প্রায় ৭৪.২ শতাংশ ভোট (Vote percentage)। বামেরা পেয়েছে ১০ শতাংশ ভোট, বিজেপির প্রাপ্ত ভোট সাড়ে ৮ শতাংশ। অর্থাৎ ভোট গণনার প্রবণতা অনুযায়ী, প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে পিছনে ফেল বামফ্রন্ট। সেইসঙ্গে এগিয়ে থাকা ও জয় মিলিয়ে এখনও পর্যন্ত বিজেপি ৩ ওয়ার্ডে এগিয়ে। এক্ষেত্রেও বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে বামফ্রন্ট।
উল্লেখ্য, ২০১৫ কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল দাপটের সঙ্গে জয়ী হয়েছিল। ১৪৪-এর মধ্য তারা জয়ী হয়েছিল ১১৪ টি ওয়ার্ডে। দ্বিতীয় স্থানে ছিলে বামফ্রন্ট। তারা জিতেছিল ১৫টি ওয়ার্ডে। বিজেপি জিতেছিল সাতটি ওয়ার্ডে। কংগ্রেস জিতেছিল ৫টি ওয়ার্ডে। আর অন্যান্যরা জয় পেয়েছিল তিনটি ওয়ার্ডে।
কিন্তু ২০১৯-র লোকসভা নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ফলাফল অনুসারে বিজেপি অনেক ওয়ার্ডেই এগিয়ে গিয়েছিল। অন্যদিকে, বামফ্রন্টের কোনও ওয়ার্ডেই লিড ছিল না। ২০২১-র বিধানসভা নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক ফল অনুসারেও বিজেপি বামফ্রন্টের থেকে এগিয়ে ছিল।
আসলে ২০১১-র বিধানসভা নির্বাচনের পর থেকেই বামেদের রক্তক্ষরণ শুরু হয়। সেই রক্তক্ষরণ হতে হতে ২০১৯-র লোকসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় বামফ্রন্টের। কোনও আসনই পায়নি তারা। বিজেপি পেয়েছিল চমকপ্রদ সাফল্য। কার্যত তখন থেকেই রাজ্যের বিরোধী পরিসর বিজেপি দখলে চলে যায়। রক্তক্ষরণ হতে হতে ২০২১-র বিধানসভা নির্বাচনে কোনও আসনই পায়নি বামফ্রন্ট বা কংগ্রেস। বিধানসভায় এই প্রথম কোনও বাম বা কংগ্রেস বিধায়ক নেই। বিধানসভায় সংযুক্ত মোর্চা হিসেবে লড়াই করেছিল বাম ও কংগ্রেস। এই মোর্চার একজন প্রার্থী জয়ী হয়। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ না হলেও বিজেপি আগের বারের তিন থেকে বেড়ে ৭৭ হয়েছিল। এমন প্রেক্ষাপটে কলকাতা পুরভোটে প্রাপ্ত ভোটের হারে বামফ্রন্টের বিজেপিকে টেক্কা দেওয়া তাৎপর্য্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।