কলকাতা: আজ কলকাতা পুরসভা ভোটের রায়। ভোট গণনা শুরু হতেই প্রত্যাশামাফিক এগোচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ ভাগ্য নির্ধারণ হচ্ছে সাড়ে নয়শো প্রার্থীর। ১১ থেকে ১৬ দফায় হবে গণনা। এদিন গণনার শুরু থেকেই যে প্রবণতা আসতে শুরু করে, তাতে বিরোধীদের বহু যোজন দূরে পিছনে ফেলে এগিয়ে রয়েছে তৃণমূল। কলকাতার পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রশাসক ফিরহাদ হাকিম বলেছেন, তাঁর আশা ১১৪ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৩০-র বেশি আসন পাবে।  


ভোটের প্রবণতা আসতে শুরু করার পর স্বাভাবিকভাবেই উজ্জীবিত তৃণমূল। ফিরহাদ হাকিম বলেছেন, বিরোধীরা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে মানুষের রায়কেই অপমান করতে চাইছেন। তিনি বলেছেন, বিরোধীদের মানুষের কাছে যেতে হবে। তার বদলে তারা সন্ত্রাস-সন্ত্রাস বলে মানুষকে অপমান করছেন। কারণ, কলকাতা পুরভোটে প্রচুর মানুষ ভোট দিয়েছেন। বিরোধীরা মানুষের থেকে বিচ্ছিন্ন। তাই তাঁরা ভোট হয়নির মতো অভিযোগ তুলে জনাদেশকেই অগ্রাহ্য করার চেষ্টা করছেন।


ফিরহাদ বলেছেন, অতীতে আমরাও হেরেছি। কিন্তু মানুষের রায়কে মাথা পেতে নিয়েছি। হ্যাঁ, সায়েন্টিফিক রিগিং, ইভিএম এর মতো কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি। কখনও জিতেছি, কখনও হেরেছি কিন্তু মানুষের রায় সব সময় মাথা পেতে মেনে নিয়েছি।


এক প্রশ্নের উত্তরে ফিরহাদ ভোট-পরবর্তী সন্ত্রাসের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, বিরোধীদের সঙ্গে সৌজন্য ও সৌহার্দ্যর পথেই চলবেন তাঁরা। ভোটের দিনও শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। এদিনও শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বিজয় উৎসব না পালন করার কথাও বলেছেন দলের কর্মীদের।


উল্লেখ্য, এদিন পুরসভার ভোট গণনার শুরু থেকেই তৃণমূল বিরোধীদের কার্যত দুরমুশ করে এগিয়ে যেতে শুরু করে। সকালেই বোঝা যায়, আগের বারের তুলনাতেও বেশি আসন নিয়ে কলকাতা পুরসভায় ক্ষমতায় ফিরে আসতে চলেছে তৃণমূল।


গণনা কেন্দ্রে নির্বাচনী এজেন্ট তিন মেয়েকে পৌঁছে দিয়ে গেলেন ফিরহাদ হাকিম। নিজে থাকবেন চেতলা অগ্রণীর কন্ট্রোল রুমে।