West Bengal News Update: বাংলার দোরগোড়ায় সন্ত্রাসের কারখানা! আইইডি তৈরি থেকে প্রশিক্ষণ!

Bengal News Update: শিল্পীদের বয়কট-বিতর্কে সরাসরি দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও!

ABP Ananda Last Updated: 03 Jan 2025 08:41 PM
West Bengal News: দিল্লিতে ফের বাংলাদেশি গ্রেফতার

দিল্লিতে ফের বাংলাদেশি গ্রেফতার। 'ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও ভারতে', অবৈধভাবে ভারতে থেকে যাওয়ার অভিযোগে গ্রেফতার। দক্ষিণ-পূর্ব দিল্লির মদনপুরের গেস্ট হাউস থেকে গ্রেফতার।

Mamata-Abhishek: বাংলায় পরপর জালে জঙ্গি, BSF-কে নিশানা মমতা, অভিষেকের

বাংলায় পরপর জালে জঙ্গি, BSF-কে নিশানা মমতা, অভিষেকের। 'এখানে গুন্ডা পাঠাচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে। এটা BSF-র ভিতরের কাজ, কেন্দ্রের ব্লুপ্রিন্ট আছে', অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনামের চেষ্টা, আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF। বাংলার পুলিশ সহযোগিতা না করলে কোনও জঙ্গি ধরা পড়ত না। বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢুকিয়েছিল BSF', অনুপ্রবেশ নিয়ে BSF-কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee: অনুপ্রবেশ নিয়ে মমতার নিশানায় BSF, পাল্টা আক্রমণে গিরিরাজ

অনুপ্রবেশ নিয়ে মমতার নিশানায় BSF, পাল্টা আক্রমণে গিরিরাজ। 'পশ্চিমবঙ্গকে আরেকটা বাংলাদেশ তৈরি করতে চান মমতা'। 'ব্যর্থতা ঢাকতেই সীমান্তে দেশকে রক্ষাকারী BSF-কে আক্রমণ', সোদপুরে একটি অনুষ্ঠানে এসে পাল্টা আক্রমণে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী

West Bengal News Update: কৃষ্ণনগরে তৃণমূল নেতার গ্রুপ ফোটোয় 'অস্ত্রধারী'!

কৃষ্ণনগরে তৃণমূল নেতার গ্রুপ ফোটোয় 'অস্ত্রধারী'! তৃণমূল নেতা তথা সরকারি আইনজীবীর ছবি ঘিরে তোলপাড়। 'কীভাবে তৃণমূল নেতার সঙ্গে পিকনিকে অস্ত্রধারী?', ভাইরাল ছবিকে হাতিয়ার করে কড়া পদক্ষেপের দাবি বিজেপির। 'পিকনিকে গেলেও, এডিট করে ফেক ছবি ভাইরাল', ফেক ছবির অভিযোগে সাইবার ক্রাইম থানায় তৃণমূল নেতা রাজা দুবে।

TMC News: তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রণক্ষেত্র কোচবিহার

তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রণক্ষেত্র কোচবিহার। প্রকাশ্যে INTTUC নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি! 'কোচবিহারে NBSTC চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ। কেন যুগ্ম সাধারণ সম্পাদকের সঙ্গে কথা না বলে সাক্ষাৎ?', প্রশ্ন তুলে আরেক যুগ্ম সম্পাদককে ঘিরে INTTUC-কর্মীদের বিক্ষোভ

West Bengal News: আর জি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ায় দার্জিলিঙে বদলির অভিযোগ

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ায় দার্জিলিঙে বদলির অভিযোগ। সংগ্রামী যৌথ মঞ্চের নেতাকে কলকাতা থেকে দার্জিলিঙে বদলির অভিযোগ। বদলির নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের। নবান্ন অভিযানে সামিল হওয়ায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সুবীর সাহাকে বদলির অভিযোগ 

Kolkata News: ন্যাশনাল মেডিক্যালে ২ মাসেরও বেশি সময় ধরে বিকল C-Arm যন্ত্র!

ন্যাশনাল মেডিক্যালে ২ মাসেরও বেশি সময় ধরে বিকল C-Arm যন্ত্র! বিকল C-Arm, পিছোচ্ছে অর্থোপেডিক-সহ একাধিক বিভাগের অস্ত্রোপচার! অর্থোপেডিকের সার্জারি করার সময় ছবি তুলতে C-Arm মেশিনের ব্যবহার করা হয়। নভেম্বর থেকে বিকল যন্ত্র, হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি অর্থোপেডিক বিভাগের। কাজ চালাতে এমার্জেন্সি বিভাগের C-Arm পাঠানো হল অর্থোপেডিকের OT-তে। স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে, যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু হয়েছে, হাসপাতাল সূত্রে খবর

District News Update: সিউড়িতে তৃণমূল নেতার ইটভাটা থেকে উদ্ধার প্রচুর বেআইনি কয়লা

সিউড়িতে তৃণমূল নেতার ইটভাটা থেকে উদ্ধার প্রচুর বেআইনি কয়লা। বিতর্কে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ। তৃণমূল নেতা মির্জা জাকির হোসেনের ইটভাটায় তল্লাশি পুলিশের। শাসক নেতার ইটভাটায় বাজেয়াপ্ত ২৮৬ টন বেআইনি কয়লা। তল্লাশির সময় পুলিশকে বাধার অভিযোগ। সব বৈধ কাগজ রয়েছে, বেআইনি কারবারের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। কোনও বৈধ নথি দেখাতে পারেননি তৃণমূল নেতা, পুলিশ সূত্রে খবর

প্রেক্ষাপট

কলকাতা: শিল্পীদের বয়কট-বিতর্কে সরাসরি দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও!  ''অভিষেক আমার অনেক উঁচুতে, মমতার সিদ্ধান্তই চূড়ান্ত'
'দলে ২ রকম মত আছে, তালিকা পেয়েছি, দলের সিদ্ধান্তই চূড়ান্ত', বয়কট-বিতর্কে অভিষেকের উল্টো মতে তৃণমূলে একে একে চড়ছে সুর! বয়কটের বিপক্ষে অভিষেক, অবস্থানে অনড় কুণাল, পাশে ব্রাত্য, কল্যাণ
'শিল্পী হিসেবে আমি সরকারের বিরোধিতা করব, তার থেকেই শো চাইব?' 'সরকারের বিরুদ্ধে কথা বলে অনুদান আশা করব, এটা হতে পারে না'। 'বিজেপি ক্ষমতায় আসার পর, আমার নাট্যদল কেন্দ্রের ২০টি অনুদান ফিরিয়েছিল'। 'তারপর, কেন্দ্রীয় সরকার শো না দিলে আমি তাদের কাছে কাঁদুনি গাইতে যাব না', আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কট-বিতর্কে চড়া সুর শিক্ষামন্ত্রীরও।


শিল্পীদের বয়কট-বিতর্কে সরাসরি দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও! বয়কটের বিপক্ষে অভিষেক, অবস্থানে অনড় কুণাল, পাশে কল্যাণ-ব্রাত্য
আর জি কর-কাণ্ডে শিল্পীদের বয়কট-বিতর্কে নিয়ে তৃণমূলেই তোলপাড়, অভিষেকের মন্তব্যকে 'চ্যালেঞ্জ' কুণালের। 'ওই সময়ে অভিষেক চিকিৎসার জন্য বাইরে ছিলেন'। 'আমার অবস্থানে আমি অনড়, মমতার সিদ্ধান্তই শেষ কথা'। 'কোন শিল্পীদের বয়কট, দলের বিভিন্ন গ্রুপে এনিয়ে বার্তাও গেছিল', শিল্পীদের বয়কট-বিতর্কে অভিষেকের ভিন্ন সুর কুণাল ঘোষের!


তৃণমূলেই বয়কট-বিতর্ক, কুণালের পাশে কল্যাণ। বয়কটের বিপক্ষে অভিষেক, উল্টোসুর কুণাল-কল্যাণের। কার্যত অভিষেকের অবস্থানকে 'চ্যালেঞ্জ' কুণাল-কল্যাণের । 'মমতাকে ব্যক্তিগত কুৎসা করলে তাদের সমর্থন নয়'। 'সবার আন্দোলন করার অধিকার আছে, কিন্তু কেন তৃণমূলের অনুষ্ঠানে?', প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক এবার তৃণমূল সাংসদেরও। 


ফের মাথা কামিয়ে প্রতিবাদ। চাকরিপ্রার্থীদের পর এবার চাকরিপ্রাপকদের প্রতিবাদ। করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল আন্দোলনকারীদের। নবান্ন ও SSC ভবনেও স্মারকলিপি জমা দেবেন আন্দোলনকারীরা। যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে পদক্ষেপ দাবি চাকরিপ্রাপকদের। ২২ এপ্রিল, ২০২৪: ২৫ হাজার ৭৫৩ জনের প্য়ানেল বাতিল করে  হাইকোর্ট। ৮ মে, ২০২৪: হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এর আগে ধর্মতলায় মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন SLST চাকরিপ্রার্থী রাসমণি পাত্র।


সিউড়িতে তৃণমূল নেতার ইটভাটা থেকে উদ্ধার প্রচুর বেআইনি কয়লা। বিতর্কে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ। তৃণমূল নেতা মির্জা জাকির হোসেনের ইটভাটায় তল্লাশি পুলিশের
শাসক নেতার ইটভাটায় বাজেয়াপ্ত ২৮৬ টন বেআইনি কয়লা। তল্লাশির সময় পুলিশকে বাধার অভিযোগ। সব বৈধ কাগজ রয়েছে, বেআইনি কারবারের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। কোনও বৈধ নথি দেখাতে পারেননি তৃণমূল নেতা, পুলিশ সূত্রে খবর।


আরও পড়ুন: Dev: নতুন বছরে দেব-অভিজিৎ-অতনুর নতুন উপহার, আসছে 'প্রজাপতি'-র সিক্যুয়াল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.