West Bengal News Update: বাংলার দোরগোড়ায় সন্ত্রাসের কারখানা! আইইডি তৈরি থেকে প্রশিক্ষণ!

Bengal News Update: শিল্পীদের বয়কট-বিতর্কে সরাসরি দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও!

ABP Ananda Last Updated: 03 Jan 2025 11:53 PM

প্রেক্ষাপট

কলকাতা: শিল্পীদের বয়কট-বিতর্কে সরাসরি দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও!  ''অভিষেক আমার অনেক উঁচুতে, মমতার সিদ্ধান্তই চূড়ান্ত''দলে ২ রকম মত আছে, তালিকা পেয়েছি, দলের সিদ্ধান্তই...More

District News Update: যোগ্য ও অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে তুলে ধরুক রাজ্য সরকার

যোগ্য ও অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে তুলে ধরুক রাজ্য সরকার। এই দাবিতে টানা ৮দিন ধরে ধর্নার পর, মাথা কামিয়ে প্রতিবাদ করলেন চাকরিপ্রাপক। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল শুরু হলেও, বিকাশ ভবনের আগেই ২০১৬-র এসএলএসটি প্যানেলভুক্তদের থামিয়ে দেয় পুলিশ। পরে স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীদের প্রতিনিধিদল।