West Bengal Live Blog: 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই' : মমতা

West Bengal Live News Update: আজ দিনভর নজর থাকবে কলকাতা থেকে জেলা সমস্ত খবরের দিকে... নজর রাখুন এবিপি লাইভ (ABP Live)-এর লাইভ ব্লগে

ABP Ananda Last Updated: 24 Jan 2024 09:59 PM
WB Live Update: বকেয়া ১০০ দিনের টাকা, রাজ্যের ওপরই দায় চাপালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী

বকেয়া ১০০ দিনের টাকা, রাজ্যের ওপরই দায় চাপালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। '১০০ দিনের কাজে অভিযোগ পেয়ে বেশকিছু নথি চাওয়া হয়েছিল, সেগুলো দেয়নি রাজ্য'। 'সব রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গকে দেওয়া হবে না কেন?' 'নিশ্চয় কিছু গরমিল করেছে, সেজন্যই টাকা দেওয়া হচ্ছে না'। রাজ্যের ঘাড়ে দায় ঠেলে মন্তব্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। 'মিথ্যা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, যা জানতে চেয়েছিল, তার সবটাই পাঠানো হয়েছে'। রাজনৈতিক উদ্দেশ্যেই বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, পাল্টা বেচারাম মান্না।

WB Live News Update: নিজগৃহ নিজভূমি প্রকল্পের দুর্নীতি অভিযোগের তদন্তে বারাসাতে প্রকল্পের অধিকর্তা

প্রধানমন্ত্রী আবাস যোজনার নিজগৃহ নিজভূমি প্রকল্পের দুর্নীতি অভিযোগের তদন্তে বারাসাতে প্রকল্পের অধিকর্তা রাজকুমার গৌতম। আধিকারিকদের নিয়ে কথা বললেন পুরসভার চেয়ারম্যানের সঙ্গে। এরপরে পরিদর্শনে যান ৩টি ওয়ার্ড। কেন্দ্রীয় টিমের সদস্যরা পরিদর্শনে খুশি, কোনও দুর্নীতি খুঁজে পাননি, দাবি পুরসভার চেয়ারম্যানের। 

WB Live Update: 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই' : মমতা

রাহুলের জোট বার্তা খারিজ, বাংলায় একলা চলোর ডাক মমতার। ফের কংগ্রেস প্রসঙ্গে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়। 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই'। 'আমার প্রস্তাব প্রথমদিনই প্রত্যাখ্যান করেছে'। 'বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী হিসেবে আমাদের জানায়নি'। 'কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই'। 'সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সিদ্ধান্ত নেব'। '৩০০ আসনে কংগ্রেস একা লড়াই করুক, সেখানে আঞ্চলিক দলগুলি হস্তক্ষেপ করবে না'। 'বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা বুঝে নেব'। হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB Live News Update: 'আচমকা কীভাবে কনভয়ের মধ্যে গাড়ি ঢুকল, পুলিশ তদন্ত করে দেখুক' : মমতা

রাজভবনে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বৈঠক। সৌজন্যমূলক বৈঠক হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী। 'গাড়িটা পুরো ধাক্কাই মেরে দিত'। 'আমার গাড়ির চালক বুদ্ধি করে ব্রেক কষেন'। 'ড্যাশবোর্ডে লেগে মাথায় চোট পেয়েছি'। 'আচমকা কীভাবে কনভয়ের মধ্যে গাড়ি ঢুকল, পুলিশ তদন্ত করে দেখুক'।

WB Live Update: জাল এসটি শংসাপত্র বাতিলের দাবি ঘিরে মালদায় ধুন্ধুমার

জাল এসটি শংসাপত্র বাতিলের দাবি ঘিরে মালদায় ধুন্ধুমার। মালদায় জেলাশাসকের দফতরের সামনে আদিবাসী কল্যাণ সমিতির বিক্ষোভ।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। জেলাশাসক না আসা পর্যন্ত চলবে বিক্ষোভ, হুঁশিয়ারি আদিবাসী কল্যাণ সমিতির

WB Live News Update: র‍্যাগিংয়ের শাস্তি, অভিযুক্ত দুই পড়ুয়াকে ২ মাসের জন্য 'ডিবার' করল মে়ডিক্যাল কলেজ কর্তৃপক্ষ

র‍্যাগিংয়ের শাস্তি দিল কলকাতা মেডিক্যাল। অভিযুক্ত দুই পড়ুয়াকে ২ মাসের জন্য 'ডিবার' করল মে়ডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। র‍্যাগিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল কলকাতা মেডিক্যাল কলেজ। অভিযুক্ত ২ পড়ুয়াকে দু'মাসের জন্য কলেজ থেকে DEBARR করার সিদ্ধান্ত। দু'মাস পরে ফের পর্যালোচনা হবে। অনুসন্ধান কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর শাস্তি নিয়ে সিদ্ধান্ত নিতে আজকে বৈঠকে বসে অ্যান্টি র‍্যাগিং কমিটি ।

WB Live Update: মেডিক্যাল কলেজের ভর্তি মামলায় অবিলম্বে এফআইআরের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

মেডিক্যাল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি মামলা নিয়ে সরগরম কলকাতা হাইকোর্ট। মেডিক্যাল কলেজের ভর্তি মামলায় অবিলম্বে এফআইআরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের লিখিত নির্দেশ দেখাতে পারলেন না সরকারি আইনজীবী। 'সমস্ত নথি নিয়ে এখনই এফআইআর করে তদন্ত শুরু করুন'। সিবিআইকে অবিলম্বে এফআইআরের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের। 'মৌখিক আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ'। আদালতে জানালেন সরকারি আইনজীবী। 'ডিভিশন বেঞ্চের নির্দেশ দেখান, না হলে লাইভ স্ট্রিমিং দেখান'। আইনজীবীর উদ্দেশে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের
দেখাতে পারেননি আইনজীবী। 'যদি ডিভিশন বেঞ্চের নির্দেশ বা মামলার কপি না থাকে তাহলে কি সেটা গ্রহণযোগ্য?' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের।

WB Live News Update: অনশনে সংগ্রামী যৌথ মঞ্চের ৪ আন্দোলনকারী, রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি শুভেন্দুর

বকেয়া ডিএ-র দাবিতে অনশনে সংগ্রামী যৌথ মঞ্চের ৪ আন্দোলনকারী। রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'আমরণ অনশনে বসেছেন ডিএ আন্দোলকারীরা'। 'অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে হস্তক্ষেপ করুন'। রাজ্যপালের কাছে আর্জি শুভেন্দু অধিকারীর।

WB Live Update: বর্ধমানের সভা থেকে ফেরার পথে আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফের আঘাত লাগল মুখ্যমন্ত্রীর। বর্ধমানের সভা থেকে ফেরার পথে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী। কনভয়ে হঠাৎ ঢুকে পড়ে একটি গাড়ি। আচমকা ব্রেক কষায় মাথায় সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী। যদিও তারপরেই কলকাতার উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়।

WB Live News Update: মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে রাজ্যকে ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে রাজ্যকে ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'শেখ শাহজাহানকে আপনাদের পুলিশকে গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্য কয়েকজন দুর্নীতিগ্রস্তর আখড়ায় পরিণত হয়েছে। এত কিছুর পরেও পুলিশের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। তাই রাজ্যের পুলিশের উপর আদালতের কোনও আস্থা নেই। সেই কারণেই সিবিআইকে তদন্তভার দেওয়া যথাযথ বলে আদালত মনে করছে'

WB Live Update: ১৯ দিনেও ধরতে পারেনি পুলিশ, ইডির সমনে সাড়া দেবেন শেখ শাহজাহান?

১৯ দিনেও ধরতে পারেনি পুলিশ, ইডির সমনে সাড়া দেবেন শেখ শাহজাহান? সন্দেশখালির ফেরার তৃণমূল নেতাকে ২৯ জানুয়ারি তলব করল ইডি। ২৯ জানুয়ারি সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে শেখ শাহজাহানকে তলব। শেখ শাহজাহানের বাড়িতে সমনের নোটিস দিল ইডি।

WB Live News Update: মেডিক্যাল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ

মেডিক্যাল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। দুপুর আড়াইটের মধ্যে নথি তুলে দেওয়ার নির্দেশেও স্থগিতাদেশ। মৌখিক দৃষ্টি আকর্ষণেই স্থগিতাদেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কাল ফের মামলার শুনানি।

WB Live Update: আগামী ২৮ জানুয়ারি কলকাতায় আসছেন অমিত শাহ

আগামী ২৮ জানুয়ারি কলকাতায় আসছেন অমিত শাহ। ২৮ জানুয়ারি রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৯ জানুয়ারি সকালে মেচেদায় কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি। ২৯ জানুয়ারি বিকেলে সায়েন্স সিটিতে বিদ্বজ্জনদের সঙ্গে বৈঠক।

WB Live News Update: এসএসসি-র ওএমআর দুর্নীতি মামলায় নতুন আরটিআই ঘিরে সরগরম এজলাস

এসএসসি-র ওএমআর দুর্নীতি মামলায় নতুন আরটিআই ঘিরে সরগরম এজলাস। আরটিআইয়ের মাধ্যমে সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে পেশ নবম-দশমের এক চাকরিপ্রার্থীর। 'আরটিআইয়ের বয়ানে এসএসসি জানিয়েছে, তাদের ডেটাবেসের তথ্য থেকেই ওএমআর দেওয়া হয়েছে। তার মানে তাদের কাছে ওএমআর-এর এর কপি আছে। এটা তো কোথাও কোনও আদালতে এসএসসি বলেনি। এসএসসি জানিয়েছিল যে সমস্ত নথি নাইসা-র কাছে রয়েছে', মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের।

WB Live Update: 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনও সম্পর্ক নেই', বিস্ফোরক মমতা

ফের কংগ্রেস প্রসঙ্গে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়। 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনও সম্পর্ক নেই। আমার প্রস্তাব প্রথমদিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী হিসেবে আমাদের জানায়নি। কারও সঙ্গে আমার কোনও  সম্পর্ক নেই। সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সিদ্ধান্ত নেব'

WB Live News Update: মাধ্যমিক পরীক্ষার সময় বদল করার বিরোধিতায় মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

মাধ্যমিক পরীক্ষার সময় বদল করার বিরোধিতায় মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের মামলা। সময় বদলের জন্য সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা, দাবি মামলাকারীর। আগের সময়েই পরীক্ষা হওয়ার নির্দেশ দিক আদালত, আবেদন মামলাকারীর আইনজীবীর।

WB Live Update: 'পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী হিসেবে সওয়াল করার জন্য রাজ্যের থেকে বিশেষ অনুমতি নিয়ে আসুন', নির্দেশ বিচারপতি

পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী হিসেবে সওয়াল করার জন্য রাজ্যের থেকে বিশেষ অনুমতি নিয়ে আসুন, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

WB Live News Update: ফের কংগ্রেস প্রসঙ্গে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়

ফের কংগ্রেস প্রসঙ্গে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়। 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনও সম্পর্ক নেই। আমার প্রস্তাব প্রথমদিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী হিসেবে আমাদের জানায়নি। কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই'।

WB Live Update: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা

ফের রাজ্যপালকে গো ব্যাক স্লোগান। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে কালো পতাকা। স্থায়ী উপাচার্য নিয়োগ, কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল সহ একাধিক দাবিতে বিক্ষোভে টিএমসিপি ও এআইডিএসও।

WB Live News Update: ৫টি গাড়ির কনভয় নিয়ে সন্দেশখালিতে ইডি, সঙ্গে টিয়ার গ্যাসের সেল

৫টি গাড়ির কনভয় নিয়ে সন্দেশখালিতে ইডি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতেই পৌঁছল পুলিশ সঙ্গে র‍্যাফ। দুই বাহিনীর সঙ্গেই রয়েছে টিয়ার গ্যাসের সেল। 

WB Live Update: মিলল না কিছুই, এবার শেখ শাহজাহানের বাড়িতে বিশেষ এক চাবির খোঁজে ইডি

আড়াই ঘণ্টা তল্লাশির পরেও কার্যত 'হাত ফাঁকা'! জামাকাপড় ও বাসনপত্র ছাড়া আর কিছুই নেই শেখ শাহজাহানের বাড়িতে! কোনও এক চাবির খোঁজ করছে ইডি। শেখ শাহজাহানের আশেপাশের বাড়িতে গিয়েও প্রশ্ন।

WB Live News Update: শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা ইডির, কেন্দ্রীয় এজেন্সিকে খোঁচা তৃণমূল মুখপাত্রর

শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা ইডির, কেন্দ্রীয় এজেন্সিকে খোঁচা তৃণমূল মুখপাত্রর। 'প্রথমদিন থেকে বলে আসছি, স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করুন। আজ দেখুন পুলিশের সহযোগিতায় কী মসৃণ ভাবে সবটা এগোচ্ছে। ইডি যেন সন্দেশখালির জামাই! শুভবুদ্ধির উদয় হোক। বাংলার প্রশাসনকে ভরসা করতে শিখুক কেন্দ্রীয় সংস্থারা।' সোশাল মিডিয়ায় কটাক্ষ তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর

WB Live Update: আড়াই ঘণ্টা পরেও শেখ শাহজাহানের বাড়িতে মিলল না গুরুত্বপূর্ণ কিছুই!

আড়াই ঘণ্টা তল্লাশির পরেও কার্যত 'হাত ফাঁকা'! জামাকাপড় ও বাসনপত্র ছাড়া আর কিছুই নেই শেখ শাহজাহানের বাড়িতে!

WB Live News Update: 'কেষ্ট থাকলে ভাবতে হত না', বীরভূমের গোষ্ঠীকোন্দল নিয়ে আক্ষেপ মমতার

গোষ্ঠীকোন্দলে জেরবার বীরভূম নিয়ে বিরক্ত নেত্রী। কেষ্ট থাকলে ভাবতে হত না। কালীঘাটের বৈঠকে আক্ষেপ। কোর কমিটি থেকে সরিয়ে ৪ সদস্যকে অন্য দায়িত্ব। 

WB Live Update: তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকল ইডি, ২ স্থানীয় সাক্ষীকে সামনে রেখে তল্লাশি শুরু

১৯ দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি। প্রায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘিরল ইডি। চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকল ইডি। ২ স্থানীয় সাক্ষীকে সামনে রেখে তল্লাশি শুরু।

WB Live News Update: ২টি তালা ভেঙে ৪৫ মিনিট পরে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকল ইডি

১৯ দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি। আজও বাড়িতে ছিল তালা। চাবিওয়ালাকে নিয়ে ২টি তালা ভেঙে বাড়িতে ঢুকলেন অফিসাররা।

WB Live Update: 'সন্দেশখালিকাণ্ডের ১৯ দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি

সন্দেশখালিকাণ্ডের ১৯ দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি। প্রায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘিরল ইডি।

WB Live News Update: 'কেষ্টকে ভুললে চলবে না', অনুব্রতর পাশে থাকার বার্তা মমতার

অকারণে আটক, ওকে ভুললে চলবে না। অনুব্রতর পাশে থাকার বার্তা মমতার।ছাড়া পেলে স্বপদে বহালের ঘোষণা। কেষ্ট-ঘনিষ্ঠদের কাজে লাগানোর নির্দেশ। 

প্রেক্ষাপট

কলকাতা: রামলালার দর্শন করতে অযোধ্য়ায় উপচে পড়ল ভিড়। ব্য়ারিকেড ভেঙে ছুটল পূণ্য়ার্থীরা। দ্বিতীয় দিনেই দর্শক সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল উত্তরপ্রদেশ পুলিশকে। হেলিকপ্টারে পরিস্থিতি প্রদর্শন করলেন যোগী আদিত্য়নাথ। অন্যদিকে, রামমন্দিরের রেশ কাটতে না কাটতেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে দিঘার জগন্নাথ মন্দির। কোটি কোটি টাকা ব্যয় করে দিঘায় প্রায় ২০ একর জমিতে পুরীর আদলে তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির। ঝড়ের গতিতে এগোচ্ছে কাজ। আর এই নিয়ে এবার রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তাপ। আজ দিনভর নজর থাকবে কলকাতা থেকে জেলা সমস্ত খবরের দিকে... নজর রাখুন এবিপি লাইভ (ABP Live)-এর লাইভ ব্লগে। 


প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে ফের জিজ্ঞাসাবাদ করল CBI. মঙ্গলবার বিভাসকে নিজাম প্যালেসে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না বলে কেন্দ্রীয় এজেন্সিকে জানানোর পরও হাজিরা দেন বিভাস অধিকারী। ৬ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞসাবাদ করে CBI. এর আগে গত ১৫ নভেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় বিভাসকে প্রায় চারঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বিভাস অধিকারী তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। CBI সূত্রে দাবি, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর অত্য়ন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ও D.El.Ed কলেজের মালিক বিভাস অধিকারীর নাম প্রথম শোনা যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের মুখে। 


সন্দেশখালিকাণ্ডের পর নিরাপত্তা নিয়ে আরও সতর্ক ED। এবার এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এদিকে সন্দেশখালির ঘটনার ১৮ দিন পরও অধরাই শেখ শাহজাহান। 


রামমন্দিরের রেশ কাটতে না কাটতেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে দিঘার জগন্নাথ মন্দির। কোটি কোটি টাকা ব্যয় করে দিঘায় প্রায় ২০ একর জমিতে পুরীর আদলে তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির। ঝড়ের গতিতে এগোচ্ছে কাজ। আর এই নিয়ে এবার রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তাপ। প্রবাদে আছে, ধর্মের কল বাতাসে নড়ে। কিন্তু, ২০২৪-এর লোকসভা ভোটের আগে কি রাজনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে ধর্ম? অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের পর, এবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের তোরজোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। 


রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। লোকসভা ভোটের আগেই যার উদ্বোধন হওয়ার কথা। কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। মন্দিরের চূড়ার কাজ প্রায় শেষের পথে। ২০ একর জায়গার ওপর তৈরি করা হচ্ছে মন্দিরটি। দিনরাত চলছে পাথরের ওপর নকশা কাজ। বিহার, ওড়িশা, রাজস্থান থেকে এসে কাজ করছেন শ্রমিকরা। গেটের ভিতরে ঢুকতে না পারলেও,বাইরে থেকেই নির্মীয়মাণ মন্দির দেখতে আসছেন অনেক উৎসুক পর্যটকই। 


আরও পড়ুন: Rupam Islam: প্রকাশ্যে রূপম ইসলামের নতুন মিউজিক ভিডিও 'পুরনো গিটার'


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.