West Bengal Live Blog: 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই' : মমতা

West Bengal Live News Update: আজ দিনভর নজর থাকবে কলকাতা থেকে জেলা সমস্ত খবরের দিকে... নজর রাখুন এবিপি লাইভ (ABP Live)-এর লাইভ ব্লগে

ABP Ananda Last Updated: 24 Jan 2024 09:59 PM

প্রেক্ষাপট

কলকাতা: রামলালার দর্শন করতে অযোধ্য়ায় উপচে পড়ল ভিড়। ব্য়ারিকেড ভেঙে ছুটল পূণ্য়ার্থীরা। দ্বিতীয় দিনেই দর্শক সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল উত্তরপ্রদেশ পুলিশকে। হেলিকপ্টারে পরিস্থিতি প্রদর্শন করলেন যোগী আদিত্য়নাথ। অন্যদিকে, রামমন্দিরের...More

WB Live Update: বকেয়া ১০০ দিনের টাকা, রাজ্যের ওপরই দায় চাপালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী

বকেয়া ১০০ দিনের টাকা, রাজ্যের ওপরই দায় চাপালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। '১০০ দিনের কাজে অভিযোগ পেয়ে বেশকিছু নথি চাওয়া হয়েছিল, সেগুলো দেয়নি রাজ্য'। 'সব রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গকে দেওয়া হবে না কেন?' 'নিশ্চয় কিছু গরমিল করেছে, সেজন্যই টাকা দেওয়া হচ্ছে না'। রাজ্যের ঘাড়ে দায় ঠেলে মন্তব্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। 'মিথ্যা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, যা জানতে চেয়েছিল, তার সবটাই পাঠানো হয়েছে'। রাজনৈতিক উদ্দেশ্যেই বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, পাল্টা বেচারাম মান্না।