WB News News Update: উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত

District News Live Blog: বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি। উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা, হিলি, ফুলবাড়ির পাশাপাশি, দক্ষিণের পেট্রাপোল, গেদে, সমস্ত সীমান্তেই ভিড়

ABP Ananda Last Updated: 07 Aug 2024 09:35 PM
WB News Live News: উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত

উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত। এপারে কাজে আসা বাংলাদেশিরা একরাশ উদ্বেঘ আর উৎকণ্ঠা নিয়ে ফিরছেন নিজের দেশে। আর বাংলাদেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে এপারে আসছেন অনেকে। যাত্রীদের নিয়ে বাস এখন বাংলাদেশের ভিতরে যাচ্ছে না। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তেই নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। বাংলাদেশের বেনাপোল হয়ে দেশে ফিরছেন তাঁরা। পেট্রাপোল সীমান্তে আজও কড়া নজরদারি চালাচ্ছে BSF.

West Bengal Live Blog Update: ডামাডোল পরিস্থিতির মধ্যেও, প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু

বাংলাদেশে ডামাডোল পরিস্থিতির মধ্যেও, প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু। কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল থেকে একটু একটু করে ছন্দে ফিরছে সীমান্ত বাণিজ্য। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চলছে রফতানি। এপার বাংলার ঘোজাডাঙার ওপারেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বাংলাদেশের শিল্পের জন্য ভারত থেকে কাঁচামাল যায় এই সীমান্ত দিয়ে। গতকাল থেকে ঘোজাডাঙা সীমান্তে শুরু হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচল। 

WB News Live News: ধীরে ধীরে বাড়ছে কলকাতা-বাংলাদেশ বাস পরিষেবা

ধীরে ধীরে বাড়ছে কলকাতা-বাংলাদেশ বাস পরিষেবা। গতকালের পর আজও কলকাতার মার্কুইজ স্ট্রিট থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হলেন সেদেশের বাসিন্দারা। আজকের প্রথম বাস ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হয় সকাল সাড়ে ৮টা নাগাদ। ওই বেসরকারি বাসের চালক জানিয়েছেন, অন্য সময় বাংলাদশের ভিতর পর্যন্ত গেলেও, অশান্তির আবহে আপাতত উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যাত্রীদের। বেনাপোল হয়ে দেশে ঢুকবেন বাংলাদেশের বাসিন্দারা। 

West Bengal Live Blog Update বিনেশ ফোগতকে ভারতরত্ন অথবা রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ পদ দেওয়া উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

'বিনেশ ফোগতকে ভারতরত্ন অথবা রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ পদ দেওয়া উচিত, কেন্দ্রীয় সরকার ও বিরোধীরা ঐক্যমত্য হয়ে পথ খুঁজে বার করুক, বিনেশ ফোগত যে অসীম লড়াইয়ের সম্মুখীন হয়েছে, তাঁর জন্য আমরা এটা করতেই পারি, কোনও মেডেলই তাঁর সাহসকে তুলে ধরতে পারবে না', এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live News: রাজ্যে ফের ভোট, সেপ্টেম্বরে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা

রাজ্যে ফের ভোট, সেপ্টেম্বরে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা। জম্মু-কাশ্মীর, হরিয়ানার সঙ্গেই বাংলায় ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে পারে, কমিশন সূত্রে খবর
সিতাই, মেদিনীপুর, নৈহাটি, মাদারিহাট, হাড়োয়া, তালডাংরা। সেপ্টেম্বরে এই ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা, কমিশন সূত্রে খবর।

WB News Live News: রাজ্যে ফের ভোট, সেপ্টেম্বরে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা

রাজ্যে ফের ভোট, সেপ্টেম্বরে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা। জম্মু-কাশ্মীর, হরিয়ানার সঙ্গেই বাংলায় ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে পারে, কমিশন সূত্রে খবর
সিতাই, মেদিনীপুর, নৈহাটি, মাদারিহাট, হাড়োয়া, তালডাংরা। সেপ্টেম্বরে এই ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা, কমিশন সূত্রে খবর।

West Bengal Live Blog Update: লিঙ্কে ক্লিক করতেই গায়েব ৭ লক্ষ টাকা

ফের নয়া কায়দায় সাইবার প্রতারণা। মোবাইল ফোন আপডেট করার নাম করে ফোন তারপরে পাঠানো হয় লিংক আর সেই অযাচিত লিংকে ক্লিক করতেই বিপদ। এক ইট ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব হল সাত লক্ষ টাকা। সর্বশান্ত হয়ে ওই ব্যক্তি হাজির হয়েছেন দেগঙ্গা থানায়। ঘটনা দেগঙ্গার দোগাছিয়া গ্রামের। 

WB News Live News: জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা

ওপারে অশান্তির আগুন, এপারে অনুপ্রবেশের চেষ্টা। জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। প্রায় ১২০০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটকাল বিএসএফ
কাঁটাতার না থাকায় চিলডাঙা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা।

West Bengal Live Blog Update: রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন, দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন। দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর। কারা দফতর আপাতত নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী।

WB News Live News: ওন্দায় ডাইরিয়ার প্রকোপ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

ওন্দায় ডাইরিয়ার প্রকোপ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গ্রাম জুড়ে আতঙ্ক। প্রায় ৫০ জন আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। বাড়ি বাড়ি ওষুধ সরবরাহ, এলাকায় ব্লিচিং ছড়ানোর পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য দফতর ও স্থানীয় পঞ্চায়েত। 

WB News Live News: ওন্দায় ডাইরিয়ার প্রকোপ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

ওন্দায় ডাইরিয়ার প্রকোপ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গ্রাম জুড়ে আতঙ্ক। প্রায় ৫০ জন আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। বাড়ি বাড়ি ওষুধ সরবরাহ, এলাকায় ব্লিচিং ছড়ানোর পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য দফতর ও স্থানীয় পঞ্চায়েত। 

WB News Live News: ওন্দায় ডাইরিয়ার প্রকোপ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

ওন্দায় ডাইরিয়ার প্রকোপ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গ্রাম জুড়ে আতঙ্ক। প্রায় ৫০ জন আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। বাড়ি বাড়ি ওষুধ সরবরাহ, এলাকায় ব্লিচিং ছড়ানোর পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য দফতর ও স্থানীয় পঞ্চায়েত। 

West Bengal Live Blog Update: টিএমসিপির ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত খড়গপুর কলেজ

টিএমসিপির ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত খড়গপুর কলেজ। ইউনিয়ন রুম দখলে রাখতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ জন। লোহার রড, পাথর নিয়ে পড়ুয়াদের ওপর হামলা টিএমসিপির আরেক গোষ্ঠীর। সংঘর্ষে মাথা ফাটল বেশ কয়েকজনের। পুলিশের সামনে খড়গপুর কলেজে গেটের সামনে বসে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের আরেক গোষ্ঠীর।

WB News Live News: আজ রাতের দিকে দুর্গাপুর ব্যারেজ ও জল ছাড়ার পরিমাণ সামান্য বাড়বে

দুর্গাপুর ব্যারেজ থেকে ৫৮ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে আজকে দুপুর থেকে, মাইথন ও পাঞ্চেত থেকে সামান্য জল ছাড়া পরিমাণ বাড়ার ফলে আজকে রাতের দিকে দুর্গাপুর ব্যারেজ ও জল ছাড়ার পরিমাণ সামান্য বাড়বে। ৬৫ হাজার থেকে ৭০ হাজার হতে পারে বলে সেচ দপ্তর সূত্র জানানো হয়েছে, এর ফলে খুব বেশি কিছু বিপদের সম্ভাবনা নেই।

West Bengal Live Blog Update: এপার বাংলা থেকে ওপার বাংলায় রওনা দিচ্ছেন কলকাতায় আসা বাংলাদেশের নাগরিকরা

অশান্তির আগুনে পুড়ছে দেশ। একরাশ উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়েই এপার বাংলা থেকে ওপার বাংলায় রওনা দিচ্ছেন কলকাতায় আসা বাংলাদেশের নাগরিকরা। কেউ এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ এসেছিলেন ব্যবসার কাজে। কাজ অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হচ্ছে অনেককে। 

WB News Live News: হাওড়ার উলুবেরিয়ায় গড়চুমুক পর্যটন কেন্দ্রে মর্মান্তিক দুর্ঘটনা

হাওড়ার উলুবেরিয়ায় গড়চুমুক পর্যটন  কেন্দ্রের গেটের  বাইরে হাই ভোল্টেজ বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যু।  ওই হোটেল কর্মী মৃত অবস্থায় বিদ্যুতের তারে ঝুলতে থাকায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বললে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে উত্তেজিত জনতা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ বাসিন্দাদের সরিয়ে দেয়। 

West Bengal Live Blog Update: যোধপুর পার্কে ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ

যোধপুর পার্কে ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম ক্যাফেরই এক কর্মী। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ক্যাফের কাচের দরজা চুরমার হয়ে যায়। রাস্তার উল্টো ফুটপাথে গিয়ে পড়ে ক্যাফের লোহার শাটার। কী থেকে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ।

District News Update: 'স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করছেন দিলীপ ঘোষ', বাংলাদেশ প্রশ্নে কুণাল

বাংলাদেশ ইস্যুতে এবার তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। 'বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে, তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। বিজেপির নেতা-কর্মীদের উপর তৃণমূলের হয়ে হামলা চালিয়েছিল। এরাই CAA পাস হওয়ার পর আগুন জ্বালিয়েছিল, লুঠ করেছিল। এরাই এখানে তৃণমূলকে দখল করে নিয়েছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভাবছেন, এরা তাঁর পক্ষেই আছে, তাই মুখ বন্ধ রেখেছেন'। এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটতে চলেছেন। তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখুক, এই আগুন থেকে তারাও বাঁচবে না', মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করছেন দিলীপ ঘোষ, পাল্টা আক্রমণে কুণাল ঘোষ।

West Bengal Live Blog Update: বাংলাদেশ ইস্যুতে এবার তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের

বাংলাদেশ ইস্যুতে এবার তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।'বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে, তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। বিজেপির নেতা-কর্মীদের উপর তৃণমূলের হয়ে হামলা চালিয়েছিল। এরাই CAA পাস হওয়ার পর আগুন জ্বালিয়েছিল, লুঠ করেছিল। এরাই এখানে তৃণমূলকে দখল করে নিয়েছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়  ভাবছেন, এরা তাঁর পক্ষেই আছে, তাই মুখ বন্ধ রেখেছেন। এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটতে চলেছেন। তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখুক, এই আগুন থেকে তারাও বাঁচবে না', মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।

Live Blog Update: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যু ঘিরে হাওড়ার গড়চুমুকে ধুন্ধুমার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যু ঘিরে হাওড়ার গড়চুমুকে ধুন্ধুমার। মৃত অবস্থায় বিদ্যুতের তারে ঝুলতে থাকে হোটেল কর্মীর দেহ। দেহ উদ্ধার করতে গেলে ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা
পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠিচার্জ পুলিশের। ভাঙচুর করা হয় হোটেলেও। হোটেলের ছাদে কাপড় শুকোতে গিয়ে দুর্ঘটনা।

District News Update: এবার বাংলাদেশ ব্যাঙ্কেও চরম অস্থিরতা

এবার বাংলাদেশ ব্যাঙ্কেও চরম অস্থিরতা। গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদেরই একাংশের বিক্ষোভ। চাপের মুখে ইস্তফা গভর্নর-সহ উচ্চপদস্থ কর্তাদের। সেনার নিরাপত্তায় কোনওক্রমে ব্যাঙ্ক ছাড়েন পদত্যাগী কর্তারা

Live Blog Update: যোধপুর পার্কে ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ

যোধপুর পার্কে ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম ক্যাফেরই এক কর্মী। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ক্যাফের কাচের দরজা চুরমার হয়ে যায়। রাস্তার উল্টো ফুটপাথে গিয়ে পড়ে ক্যাফের লোহার শাটার। কী থেকে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ।

District News Update: রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে এবার ৩৬ টি অ্যাক্যাউন্টের খোঁজে ব্যাঙ্কগুলিকে চিঠি দিল ED

রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে এবার ৩৬ টি অ্যাক্যাউন্টের খোঁজে ব্যাঙ্কগুলিকে চিঠি দিল ED. কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, চাওয়া হয়েছে স্টেটমেন্ট-সহ একাধিক নথি। রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা জ্যোতিপ্রিয় মল্লিক-ঘনিষ্ঠ আলিফ নুরকে গ্রেফতার করেছে ED. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, ৪টি চালকল সামনে রেখে, ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা আনিসুর ও তাঁর দাদা আলিফ। অভিযোগ, এই বিপুল টাকার মধ্য়ে, প্রায় সাড়ে ৬ কোটি তাঁদের নিজেদের অ্য়াকাউন্টে ঢুকেছে। দুই ভাইয়ের চালকলের বিভিন্ন কর্মীর অ্য়াকাউন্টে ঢুকেছে ১৬ কোটি টাকা। ED সূত্রে দাবি, ধৃত আনিসুর ও আলিফকে জেরা করে এরকম ৩৬ জন কর্মীর নাম মিলেছে। সূত্রের খবর, ওই ৩৬ জন কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জানতে চেয়ে, ৩৬ জায়গায় ব্যাঙ্কে চিঠি দিয়েছে ED. রেশন মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে তলব করা হলেও, তিনি ED-র দফতরে হাজিরা দেননি। সূত্রের খবর, বাবাকে যেন আরও সময় দেওয়া হয়, CGO-তে গিয়ে সেই আর্জি জানিয়েছিলেন বারিক বিশ্বাসের ছেলে। কিন্তু, সেই আর্জি খারিজ করে দিয়েছে ED. কেন্দ্রীয় এজেন্সি সাফ জানিয়ে দিয়েছে, দ্রুত তাঁদের সামনে হাজির হতে হবে বারিক বিশ্বাসকে। 

Live Blog Update: কলকাতায় জোড়া দুর্ঘটনা, মৃত্যু একজনের

কলকাতায় জোড়া দুর্ঘটনা, মৃত্যু একজনের। টালিগঞ্জে বেপরোয়া গতির বলি স্কুটার চালক। মাঝরাতে বেপরোয়া গতিতে এসে গার্ডরেলে ধাক্কা স্কুটারের। হাসপাতালে নিয়ে গেলে স্কুটার চালককে মৃত ঘোষণা। পাটুলিতেও বেপরোয়া বাইকের দৌরাত্ম্য। আজ সকালে রাস্তা পারাপারের সময় মহিলাকে ধাক্কা বাইকে। সিগন্যাল না মানায় দুর্ঘটনা, অনুমান পুলিশের।

District News Update: বাংলাদেশে অশান্তির মধ্য়েই ঘোজাডাঙা সীমান্তেও শুরু হল দুদেশের বাণিজ্য

বাংলাদেশে অশান্তির মধ্য়েই ঘোজাডাঙা সীমান্তেও শুরু হল দুদেশের বাণিজ্য। স্বাভাবিক হচ্ছে পেট্রাপোল সীমান্তও।

Live Blog Update: অগ্নিগর্ভ বাংলাদেশ, এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারতে আসা বাংলাদেশিরা

অগ্নিগর্ভ বাংলাদেশ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারতে আসা বাংলাদেশিরা। বিমান ও ট্রেনের পাশাপাশি বাস পরিষেবা বন্ধ। কবে ফিরতে পারবেন, বুঝে উঠতে পারছেন না তাঁরা। অন্যদিকে, ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছেন ভারতীয়রাও।

District News Update: বাংলাদেশ ইস্যুতে এবার তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের

বাংলাদেশ ইস্যুতে এবার তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। 'বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে, তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। বিজেপির নেতা-কর্মীদের উপর তৃণমূলের হয়ে হামলা চালিয়েছিল। এরাই CAA পাস হওয়ার পর আগুন জ্বালিয়েছিল, লুঠ করেছিল। এরাই এখানে তৃণমূলকে দখল করে নিয়েছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভাবছেন, এরা তাঁর পক্ষেই আছে, তাই মুখ বন্ধ রেখেছেন'

Live Blog Update: আজ বাইশে শ্রাবণ, প্রথামাফিক বিশেষ উপাসনা বিশ্বভারতীতে

আজ বাইশে শ্রাবণ। বুধবার প্রথা মেনে ভোরবেলায় গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনা এবং কবিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাইশে শ্রাবণ পালিত হল বিশ্বভারতীতে। কবির প্রয়াণ দিবসে বিশেষ উপাসনায় উপস্থিতি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মন্ডল, শিক্ষক, কর্মী, পড়ুয়া, আশ্রমিকেরা। এ দিন সঙ্গীত পরিবেশন, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়।

Bangladesh Violence : ঢাকা মেডিক্যালে আনা হয়েছে আরও ২১টি ক্ষতবিক্ষত মৃতদেহ

ঢাকা মেডিক্যালে আনা হয়েছে আরও ২১টি ক্ষতবিক্ষত মৃতদেহ। নিহতদের মধ্যে রয়েছেন ৪ পুলিশ কর্মী। ৩ দিনে ঢাকা মেডিক্যালে আনা হয়েছে ৬৯টি মৃতদেহ। 

Bangladesh Unrest : হত্যাপুরী বাংলাদেশে লাশের সারি, হোটেলেই পুড়িয়ে খুন!

হত্যাপুরী বাংলাদেশে লাশের সারি। কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন! ঢাকা মেডিক্যালে আনা হয়েছে আরও ২১টি ক্ষতবিক্ষত মৃতদেহ। নিহতদের মধ্যে রয়েছেন ৪ পুলিশ কর্মী

District News Update: ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলেন যশোরে গিয়ে আটকে পড়া নদীয়ার বাসিন্দা

নদিয়ার আড়ংঘাটার বাসিন্দা সুস্মিতা অধিকারী। যশোরে আত্মীয়ের বাড়িতে গিয়ে আটকে পড়েছিলেন। পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ দেশে ফিরলেন ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। সুস্মিতার দাবি, চোখের সামনে দেখেছেন অরাজকতা। নির্বিচারে ভাঙচুর চলছে।

Live Blog Update: বাংলাদেশে আটক ভারতীয়দের উদ্ধারের চেষ্টার আশ্বাস বিদেশমন্ত্রীর

বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, উদ্বিগ্ন ভারত। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, জানিয়েছেন বিদেশমন্ত্রী। বাংলাদেশে আটক ভারতীয়দের উদ্ধারের চেষ্টার আশ্বাস। 

District News Update: বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি, এই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি

বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি। এই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি। উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা, হিলি, ফুলবাড়ির পাশাপাশি, দক্ষিণের পেট্রাপোল, গেদে, সমস্ত সীমান্তেই ভিড়। কেউ ফিরবেন বাংলাদেশে, কেউ আবার প্রাণের ঝুঁকি নিয়ে ভারতে ফিরে আসছেন। 

প্রেক্ষাপট

কলকাতা: বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি। এই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি। উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা, হিলি, ফুলবাড়ির পাশাপাশি, দক্ষিণের পেট্রাপোল, গেদে, সমস্ত সীমান্তেই ভিড়। কেউ ফিরবেন বাংলাদেশে, কেউ আবার প্রাণের ঝুঁকি নিয়ে ভারতে ফিরে আসছেন। হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর একের পর এক হামলার অভিযোগ সামনে আসছে। বাংলাদেশের একাধিক জায়গায় বাড়িঘর ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগ চলেছে অবাধে। মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইস্কনের জগন্নাথ মন্দিরে। বাদ যায়নি ঢাকাও। সেখানও আক্রান্ত হয়েছে হিন্দুরা। যা নিয়ে এদিন সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সর্বদল বৈঠকে বিষয়টি তোলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।  


উন্মত্ত জনতার হাতে খুন হতে হল বাংলাদেশের প্রযোজক সেলিম খান ও তাঁর অভিনেতা-পুত্র শান্ত খানকে। এদিকে, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হল। ফোকব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ঢুকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সব বাদ্যযন্ত্র। বাংলাদেশে এবার শিল্পীদের ওপর চলল নজিরবিহীন হামলা। অন্যদিকে, ওপার বাংলার অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ এপার বাংলায়। বাংলাদেশে নৈরাজ্য়ের জেরে বন্ধ সীমান্ত বাণিজ্য়। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্য়াসোসিয়েশন সূত্রে খবর, দিনে প্রায় ১২০ কোটির টাকার ক্ষতি হচ্ছে ব্য়বসায়। উত্তর ২৪ পরগনার বেনাপোল সীমান্তে আটকে ৭২৪টি গাড়ি।


সন্দেশখালিতে প্রকাশ্য়ে তৃণমূলের কোন্দল। চাকরিতে বদলির পরীক্ষায় ঘুষ চাওয়ার অভিযোগ উঠল সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন কর্মাধ্যক্ষ ও তার স্বামী। অন্য়দিকে, ঘুষ চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে জানাতে গেলে সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল করার অভিযোগ ওঠে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্য়ক্ষ এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে। যদিও ঘটনায় তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


উল্টোডাঙায় প্লাইউডের গুদামে বিধ্বংসী আগুন। পাশের আরেকটি প্লাইউডের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। 
আজ ভোর সোয়া ৫টা নাগাদ ইস্ট ক্যানাল সার্কুলার রোডের ওই প্লাইউডের গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 


আরও পড়ুন: 'হ্যাঁ, আমাদের সকলের প্রিয় বাড়িটি আর নেই', 'জলের গান' ব্যান্ডের পোস্টে সিলমোহর, গায়ক রাহুল আনন্দের বাড়ি পুড়ে ছাই


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.