WB News News Update: উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত

District News Live Blog: বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি। উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা, হিলি, ফুলবাড়ির পাশাপাশি, দক্ষিণের পেট্রাপোল, গেদে, সমস্ত সীমান্তেই ভিড়

ABP Ananda Last Updated: 07 Aug 2024 09:35 PM

প্রেক্ষাপট

কলকাতা: বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি। এই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি। উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধা, হিলি, ফুলবাড়ির পাশাপাশি, দক্ষিণের পেট্রাপোল, গেদে, সমস্ত সীমান্তেই ভিড়। কেউ ফিরবেন বাংলাদেশে, কেউ আবার প্রাণের ঝুঁকি নিয়ে ভারতে...More

WB News Live News: উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত

উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত। এপারে কাজে আসা বাংলাদেশিরা একরাশ উদ্বেঘ আর উৎকণ্ঠা নিয়ে ফিরছেন নিজের দেশে। আর বাংলাদেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে এপারে আসছেন অনেকে। যাত্রীদের নিয়ে বাস এখন বাংলাদেশের ভিতরে যাচ্ছে না। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তেই নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। বাংলাদেশের বেনাপোল হয়ে দেশে ফিরছেন তাঁরা। পেট্রাপোল সীমান্তে আজও কড়া নজরদারি চালাচ্ছে BSF.