সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ফের কলকাতায় দুর্ঘটনা। নিক্কো পার্কের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ নিক্কো পার্কের কাছে দুর্ঘটনা ঘটে।
পুলিশ তরফে খবর, চিংড়িঘাটা উড়ালপুল থেকে নামার পর সল্টলেকের সুকান্ত নগরে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। গাড়িতে চালক একাই ছিলেন। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। চালক আহত হন। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কি না, খতিয়ে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে খাস কলকাতাতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। যা নিয়ে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠছে। তিন দিন আগেই শহরে জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল দুই পথচারী মহিলার। সকাল ৯টা নাগাদ ওয়েলিংটন স্কোয়ারে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয় সত্তরোর্ধ্ব মহিলার। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারে স্কুল বাস। এন্টালি থেকে আটক করা হয় স্কুল বাসের চালককে। সেই দিনই সকাল সাড়ে ৮টা নাগাদ রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে দ্বিতীয় দুর্ঘটনা ঘটেছিল। দুই বাসের রেষারেষিতে গুরুতর জখম হয়েছিল এক মহিলা। SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। শ্যামবাজার থেকে আটক করা হয়েছিল ২৩৮ রুটের এক বাস চালককে।
আরও পড়ুন, বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালায়! পাত্রকে কষিয়ে থাপ্পড় কনের
এমনকী, সোমবারই পুরসভায় যাওয়ার সময় তালতলার কাছে দুর্ঘটনার কবলে পড়ে ডেপুটি মেয়র অতীন ঘোষের গাড়ি। চালকের দাবি, শিয়ালদার দিকে থেকে আসা একটি সরকারি বাস ধাক্কা মারে গাড়িতে।
অন্যদিকে, সম্প্রতি যে দুর্ঘটনা প্রশ্ন উঠেছে তা পানাগড়ে এক মহিলার মৃত্যু। রাতের হাইওয়েতে এক-দু কিলোমিটার নয়, অন্তত কুড়ি কিলোমিটার ধরে, পিছু ধাওয়া করে, বার বার গাড়িতে ধাক্কার অভিযোগ। মত্ত দুষকৃতীদের বেলাগাম, বেপরোয়া তাণ্ডবে, অকালে ঝরে গেল ২৭ বছরের একটা ঝকঝকে মেয়ের প্রাণ। একমাত্র ভরসা মেয়েকে হারিয়ে, পুলিশের দিকেই আঙুল তুলেছেন নিহত তরুণীর মা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে