হিন্দোল দে, কলকাতা : গত অগাস্টের ঘটনা। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় একরত্তি ছেলের। ঘটনাস্থল ছিল বেহালা ( Behala )। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল বেহালা। সকলে প্রশ্ন তুলেছিল পথ নিরাপত্তা নিয়ে। তারপর কয়েকমাস গড়াতে না গড়াতেই ফের পথ দুর্ঘটনা ( Accident )। এবার বেহালা ঠাকুরপুুকুরে ( Thakurpukur ) । একসঙ্গে আহত ২১ জন !
কী ঘটেছিল
সোমবার অফিস টাইমে ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে আরেকটি বাস। আর সেই ধাক্কার অভিঘাতে সামনের বাসটি ডিভাইডারে উঠে যায়। আর পরপর ধাক্কা মারে দুটি গাড়িকে। এই ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন ২১ জন। এর মধ্যে একজনের আঘাত গুরুতর । তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সকাল ৯টা নাগাদ ডায়মন্ড হারবার রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, যাত্রী নামানোর জন্য দাঁড়িয়েছিল ঠাকুরপুকুরগামী ২৩৫ রুটের বাস। সেই সময় বাসের পিছনে সজোরে ধাক্কা মারে কলকাতা থেকে কাকদ্বীপগামী বাসটি। ওই বাসের চালককে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।
সাম্প্রতিক অতীতে বেহালার দুর্ঘটনা
চলতি বছরেই এপ্রিল মাসে ডিউটিতে যাওয়ার সময়, ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। সকাল ৬টা নাগাদ ঘটেছিল দুর্ঘটনাটি।
এই বছরই অগাস্টে ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে দুর্ঘটনার মুখে পড়ে পড়ুয়া-বোঝাই পুলকার। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল পুলকারটি। গাড়িতে থাকা পড়ুয়ারা রীতিমতো আহত হয়। স্থানীয়রাই তাদের উদ্ধার করেছিলেন। মাস কয়েকের মধ্যেই আবার ঠাকুরপুকুরে ঘটে গেল এই দুর্ঘটনা।
আরও পড়ুন : বাংলায় রেশন দুর্নীতির সঙ্গে এবার বিহারের পশু খাদ্য কেলেঙ্কারি মামলার যোগ
২২ অক্টোবর গড়িয়ার কামালগাজি উড়ালপুলে দুই বাইকের রেষারেষিতে প্রাণ যায় ১৮ বছরের স্কুল ছাত্রীর। ২০ অক্টোবর
সার্ভে পার্ক থানা এলাকায় দুর্ঘটনায় মৃত্য়ু হয় এক বাইক আরোহীর। গুরুতর আহত হন ২ জন। আর কত প্রাণহানি হলে ফিরবে হুঁশ? কবে লাগাম পড়বে বেলাগাম গতিতে? সেটাই দেখার।