কলকাতা: ঠিক কী কারণে ঘটল আমদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়? যান্ত্রিক ত্রুটি, নাকি পাখির ধাক্কায় ইঞ্জিন ফেলিওর? সামনে একাধিক বহুতল না থাকলে কি এড়ানো যেত মৃত্যু মিছিল? উত্তর মেলেনি কোনও প্রশ্নের। ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেঁড়া, তখন আলোচনায় উঠে এসেছে এই শহরের বিমানবন্দরও। কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আমদাবাদের মতো বিপর্যয় ঘটলে কী হবে কলকাতার? প্রশ্নটা উঠছে তার কারণ, কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল, হাই মাস্ট হোর্ডিং, মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট। যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়ছে বিভিন্ন রকম পাখির। যার ফলে সমস্যা হচ্ছে বিমানের উড়ানে। এই আবহে কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিস পাঠাল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। 

মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম পুরসভাকে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে, বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে বহুতলের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স বাধ্যতামূলক, এমনটাই বলা হয়েছে। আগে মধ্যমগ্রামে ২৬, ২৭, ২৮ ওয়ার্ডে দু'তলার বেশি বহুতলে নিষেধাজ্ঞা ছিল। এবার নিউ ব্যারাকপুরের ফতেশা খালের আশেপাশে বহুতল নির্মাণে নিতে হবে বিশেষ অনুমতি। বাড়ি তৈরি করতে গেলে আবেদন করতে হবে এয়ারপোর্ট অথরিটিকে। বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড় দিলে তবেই বাড়ি তৈরির প্ল্যান অনুমোদন করবে পুরসভা।  

আগে সর্বোচ্চ ৪৫ মিটার উচ্চতায় বাড়ি করতে দেওয়া হত। সূত্রের খবর, এবার নিয়ন্ত্রণ করা হতে পারে বহুতলের উচ্চতা। যে সব বহুতল আগে থেকেই রয়েছে, সেগুলো নিয়ে কী সিদ্ধান্ত? বাড়ছে জল্পনা। 

রাজারহাট- নিউটাউন থেকে মধ্যমগ্রাম--- বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে ওঠা একাধিক বহুতল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই বহুতলগুলি- এই আশঙ্কা প্রকাশ করে বেশ কিছুদিন উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনকে চিঠি লেখেন বাগুইআটির এই বাসিন্দা। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন এনিয়ে চিঠি লিখে পদক্ষেপ নিতে বলে NKDA, বিধাননগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। কাজ না হওয়ায় দেওয়া হয় রিমাইন্ডারও। 

কিন্তু তার পরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার জেলাপ্রশাসন সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। AAI-এর পক্ষ থেকে কলকাতা বিমানবন্দরের আশেপাশে বহুতলগুলিকে চিহ্নিত করার বিষয়ে বলা হয়। সেগুলো চিহ্নিত করে স্থানীয় প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।