ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কলকাতা বিমানবন্দরে রাখা আছে নাকি বোমা ! হুমকি মেইল পেলেন কলকাতার বিমানবন্দরের ম্যানেজার। তাই ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য। মেইলটি খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই মেইলটি পাঠানো হয়েছে। এর আগে ২৬ এপ্রিল আরও একটি হুমকি মেল পেয়েছিল কলকাতা বিমান বন্দর। তারপর আবার হুমকি মেইল পেল বিমান বন্দর কর্তৃপক্ষ। এদিন ই-মেইলে লেখা ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা লুকোনো রয়েছে। হুমকি দেওয়া হয়, যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে কলকাতা বিমানবন্দরে।
বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেইলটি খতিয়ে দেখা হচ্ছে , কোথা থেকে এই মেইলটি এল, তা দেখা হচ্ছে। বারবার এমন মেইল পাওয়ায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে বৈঠক করা হচ্ছে। সূত্রের খবর কলকাতা সহ একাধিক বিমানবন্দরে এইরকম মেইল আসছে। অন্যদিকে এই বিষয়ে একজন যাত্রীকেও চিহ্নিত করা হচ্ছে।
গত শুক্রবারের পর ফের সোমবার। মাঝে মাত্র তিন দিন। আর তারই মধ্যে আরও একবার বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। আগের দিনের মতো সোমবারও বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। দিকে দিকে তল্লাশি শুরু হয়েছে বিমানবন্দরের ভিতরে। সূত্রের খবর , সোমবার মেইল পাওয়ার পর থেকেই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। যাত্রীদের প্রবেশের সময়ে আরও কড়া ভাবে তল্লাশি করা হয়। আনা হয় স্নিফার ডগও। জোর কদমে তল্লাশি চালাচ্ছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। মেল কোথা থেকে পাঠানো হচ্ছে, কারা রয়েছে এর নেপথ্যে, সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে, ২০২৩ সালের জুন মাসে, কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। কাতারগামী বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করেছিলেন এক যাত্রী। ওই যাত্রীর চেঁচামেচিতে ছড়ায় আতঙ্ক। ভয়ে কাঁপতে শুরু করেন সহযাত্রীরা। বিমানবন্দর সূত্রে খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের, পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানায়। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে সিআইএসএফ (CISF)।
আরও পড়ুন :
মায়ের কোল ফসকে সান-শেডে ৮ মাসের শিশু ! চরম পরিণতি থেকে কী ভাবে বাঁচল একরত্তি? দেখুন ভিডিও