মুম্বই : ভয়াবহ । গা শিউরে ওঠা। এই দৃশ্য দেখলে বুক কেঁপে যাবে যে কারও।  ৮ মাসের একরত্তি বহুক্ষণ টিনের ছাদের ঢালে ঝুলে রইল ভয়ঙ্কর ভাবে। এক চুল এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারত চরম কিছু ! কিন্তু কথা বলে , রাখ হরি মারে কে ! 


সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও।  সেখানে দেখা যায়, চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টের ভেতর ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। ভিডিওতে দেখা যায় একটি টিনের ছাদের ধারে কোনও ক্রমে ঝুলে রয়েছে একটি শিশু। যে কোনও মুহূর্তে ঢাল বেয়ে নেমে আসতে পারে সে, আর তা ঘটলে আর রক্ষে থাকবে না। ভিডিও-তে শোনা যায় আতঙ্কিত হয়ে চিৎকার করছেন আবাসনের মানুষজন।  চারিদিকে উৎকণ্ঠা। বাচ্চাটিকে উদ্ধার করার জন্য কোমর বেঁধেছেন আবাসনের বাসিন্দারা। 


নিচে বহু লোক বড় একটি চাদর ধরে থাকেন, যাতে বাচ্চাটি না পড়ে যায় মাটিতে। বিছানার চাদরের নীচে একটি গদিও রাখা হয় যাতে শিশুটি আঘাত না পায়। তিন মিনিটের ভিডিওটি দেখলে উত্তেজনায় দমবন্ধ হয়ে যেতে পারে দুর্বলচিত্তদের। তারপর শিশুটিকে কীভাবে উদ্ধার করা হল, সেটাই দেখার আগ্রহ ছিল সকলের। জানা যায় , বাচ্চাটি চতুর্থ তলা থেকে পড়ে যায়। এসে পড়ে দোতলায় সান শেডের উপর। 


আরও পড়ুন :  হু হু করে ঢুকবে জলীয় বাষ্প, বৃষ্টি অনিবার্য, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর


অপর একজন বাসিন্দার বারান্দা থেকে রেকর্ড করছিলেন উদ্ধার করার ভিডিওটি। আট মাস বয়সী হারিন তখন বুক উপুর করে শুনে সান-শেডের উপর। 


ভিডিওতে দেখা যায়, তিনজন ব্যক্তি প্রথম তলার জানলা থেকে শিশুটিকে নামানোর চেষ্টা করছেন। এই চেষ্টাটা মোটেও সহজ ছিল না। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে ব্যালেন্স রেখে বাচ্চাটিকে নামিয়ে আনতে সক্ষম হন এক ব্যক্তি। 


এনডিটিভি সূত্রে খবর, এলাকার পুলিশ কমিশনার শঙ্কর জানান, ঘটনাটি ঘটেছে আবাদির আবাসন ভিজিএন স্টাফোর্ড-এ (VGN Stafford)-এ। 


কীভাবে ঘটল এমন বিপত্তি ? ছোট্ট শিশুটিকে তার মা রম্যা বারান্দায় দুধ খাওয়াচ্ছিলেন।  সেই সময়ই কোনও ক্রমে ফসকে যায় শিশুটি। পুলিশ সূত্রের খবর, মা যখন দুধ খাওয়াচ্ছিলেন তখন বাচ্চাটি পড়ে যায়। ভিডিও এবং উদ্ধারের ঘটনাটি সত্যি বলেই জানিয়েছে পুলিশ। তবে তাঁরা কোনও আনুষ্ঠানিক অভিযোগ পাননি। শিশুটি সুস্থ আছে বলে জানায় পুলিশ।