কলকাতা : কলকাতা বিমানবন্দরে আগুন।  বেঙ্গল সামিটের জন্য একের পর এক শিল্পপতি যখন আসছেন, সেই সময়ই আগুন লেগে যায় নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমান বন্দরের একটি অংশে। 


এয়ারপোর্ট সূত্রের খবর, আগুন লাগে কনভেয়ার বেল্টের কাছে। ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন ফুলকি থেকে ফ্লেক্সে আগুন ধরে যায়।  আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দরে।  কর্মীদের তৎপরতায় আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। তবে কলকাতায় যেদিন বাণিজ্য সম্মেলনের জন্য সারা দেশ থেকে শিল্পপতিরা আসছেন, সেদিন এমন আগুন লাগায়, আতঙ্ক ছড়িয়েছে।  


বুধবার থেকে শুরু হচ্ছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্য সরকার আয়োজিত এই সম্মেলন হবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারের বাণিজ্য সম্মেলনে ৪০টা দেশ অংশ নিচ্ছে। উপস্থিত আছেন  ২০০জন বিদেশি প্রতিনিধি। রাজ্যের শিল্পপতিদের পাশাপাশি উপস্থিত থাকার কথা মুকেশ অম্বানি, সজ্জন জিন্দলদের। আমন্ত্রিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। এই পরিস্থিতিতে এয়ারপোর্টে রয়েছে বাড়তি নিরাপত্তা, তার মধ্য়েই এই বিপত্তি। 


অতীতে বিমান বন্দরে আগুন লাগার ঘটনা


এর আগে ২০২৩ সালের জুন মাসে ব্যস্ত বিমানবন্দরে আচমকা আগুন লেগে যায়।  অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
বাতিল করা হয় ৮টি বিমান। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়,  ডি পোর্টালের ১৬ নম্বর কাউন্টার লাগোয়া স্টোররুমে, প্রচুর কাগজপত্র মজুত ছিল, সেই কারণে আগুন ভয়াবহ আকার নেয়। যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক। এর আগে ২০২৭ সালে একবার দমদম বিমান বন্দরের পুরনো অ্যাপ্রোন এরিয়ায় একটি জ্বালানি গাড়িতে আগুন লাগে। ভোর ৫ টা নাগাদ তেল ভর্তি গাড়িতে আগুন লাগে। দমকল আগুন আয়ত্তে আনে সহজেই। 
এদিন কনভেয়ার বেল্টে আগুন কীভাবে লাগল, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে বিমানবন্দরে আগুন আতঙ্ক নিকট অতীতে ঘটেনি। মাস চারেক আগে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায় । তার জেরে সন্ধে ৬ থেকে বন্ধ রাখা হয় কলকাতা বিমানবন্দর।  কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি মেলে। তারপরই তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে ৭টি বিমানকে জরুরি অবতরণ করানো হয়। সে সময় ৪-৫ দিন কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে, ভুয়ো হুমকি আসে।  


আরও পড়ুন : গলায় রুদ্রাক্ষ, গৈরিক বসন, মহাকুম্ভ স্নানের জন্য কেন আজকের দিনটিই বাছলেন মোদি?