ATM Cash Withdrawal: এটিএম থেকে টাকা তুলতে গেলেও এবার দিতে হবে মোটা মাশুল ? চার্জ বসাবে ব্যাঙ্কগুলি ? রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মে কী বদল আসছে ? এতদিন পর্যন্ত মাসে ৫ বার এটিএম দিয়ে টাকা তোলা যেত সম্পূর্ণ বিনামূল্যে, তবে এর বেশিবার টাকা তোলার (ATM Withdrawal) ক্ষেত্রে দিতে হত চার্জ। একে বলা হয় এটিএম ইন্টারচেঞ্জ ফি। রিজার্ভ ব্যাঙ্ক এবারে এই এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর কথাই ভাবছে। অর্থাৎ মাসিক লিমিটের (ATM Interchange Fee) বেশিবার টাকা তুলতে গেলে বেশি খরচ করতে হবে আপনাকে। ব্যাঙ্ককে দিতে হবে মোটা মাশুল।
কত বাড়বে চার্জ
গতকাল মঙ্গলবার সংবাদসূত্রে এই বিষয়ে আপডেট মিলেছে, ফলে ধারণা করা হচ্ছে এটিএম থেকে অনিয়ন্ত্রিত টাকা তোলার ক্ষেত্রে খরচ বাড়বে সাধারণ গ্রাহকদের। সংবাদসূত্রে জানা গিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ সংক্ষেপে এনপিসিআই এবার থেকে ম্যাক্সিমাম ক্যাশ ট্রানসাকশন ফি এখনকার ২১ টাকার স্তর থেকে বাড়িয়ে করবে ২২ টাকা। ৫ বার বিনামূল্যে টাকা তোলার সীমা পেরিয়ে গেলে প্রতিটি লেনদেনে এই চার্জ দিতে হবে আপনাকে।
পেমেন্ট রেগুলেটর সংস্থা এনপিসিআই এটিএম ইন্টারচেঞ্জ ফি নগদ লেনদেনের ক্ষেত্রে ১৭ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা করার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে। মূলত এই ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হয় অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে। অর্থাৎ আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে আর আপনি অন্য কোনো ব্যাঙ্কের এটিএম ব্রাঞ্চ থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে লিমিট পেরনোর পরে এই টাকা দিতে হবে আপনাকে। এটিএম ব্যবহার করার পরে যে বিল জেনারেট হয়, সেখানেও এই ফি-র উল্লেখ থাকে।
ATM চালানোর খরচ বাড়ছে
মহানগর নয় এমন শহর-মফস্বলে এটিএম মেশিন বা ব্রাঞ্চ চালানোর খরচ দিনে দিনে বেড়ে চলেছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ঋণের খরচ বাড়ার কারণে বিগত ২ বছরে এই ধরনের এলাকায় এটিএম অপারেশনের খরচ ১.৫ থেকে ২ শতাংশ বেড়েছে। পরিবহনের খরচ বেড়েছে, নগদ জমা ও কমপ্লায়েন্স কস্টও অনেক বেড়ে গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী ব্যাঙ্কগুলি এবং হোয়াইট লেবেল এটিএম অপারেটররা এনপিসিআইয়ের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। মহানগর এবং গ্রাম-মফস্বলে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর দিকেই হাঁটবে কি এবার রিজার্ভ ব্যাঙ্ক ? তবে এই বিষয়ে সিদ্ধান্ত কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক।
আরও পড়ুন: Stocks to Buy: ৪ দিনেই ২৫ শতাংশ মুনাফা, এই গোল্ড স্টকে কপাল ফিরল বিনিয়োগকারীদের