সুদীপ্ত আচার্য, কলকাতা: অভিনব কায়দায় ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ (protest against bank privatization)। গানে-কবিতায় প্রতিবাদ-কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (All India Bank Officers' Confederation)। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ নামে পেজের (Social Media Page) সাফল্যের বিষয়টিও উদযাপন করা হয়।


গানে-কবিতায় ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ করা হল। হিন্দুস্তান পার্কের একটি কফিশপে, এভাবেই প্রতিবাদ-কর্মসূচি পালন করল ব্যাঙ্কের অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। 


ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে মানুষকে সচেতন করতে, মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ বলে একটি পেজ তৈরি করা হয়েছিল। ইতিমধ্যেই সেই পেজের ফলোয়ার সংখ্যা ১ লক্ষ পার করেছে। এদিন কর্মসূচিতে এমনটাই দাবি করেন সংগঠনের সদস্যরা। এদিন, প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সেই ফেসবুক পেজের সাফল্যের বিষয়টিও উদযাপন করা হয়। কেক কাটা হয়। সংবর্ধনাও জানানো হয়।


আরও পড়ুন: Fuel Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত! এক লাফে অনেকটা বাড়ল গ্যাসের দাম, দামি পেট্রোল-ডিজেলও


অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, 'এই লড়াই সাধারণ মানুষের লড়াই। তাঁদের জমা রাখা টাকা সুরক্ষিত থাকবে কি না সেই নিয়ে লড়াই। যে সমস্ত কৃষকেরা বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যাঙ্কে টাকা রেখেছেন জমা, তাঁদের টাকা সুরক্ষিত রাখার লড়াই। বৃদ্ধ মানুষেরা টাকা জমা রেখেছেন যাঁরা, তাঁদের সুদের হার দিন দিন কমে যাচ্ছে, সেই নিয়ে লড়াই।'


ব্যাঙ্কের অধিকারিকদের পাশাপাশি, এদিনের কর্মসূচিতে অংশ নেন শিল্পী-সাহিত্যিক থেকে সমাজের বিশিষ্টরাও।


চলতি বছর সংসদে বাজেট পেশের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বেসরকারিকরণের (Bank Privatisation) প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (All India Bank Officers' Confederation)।