কলকাতা: আশঙ্কা ছিলই। এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় (Kolkata) সিলিন্ডার পিছু এলপিজি গ্যাসের (LPG Price Hike) দাম হল ৯৭৬ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৮ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম কমে হল ২০৮৭ টাকা।
৫ রাজ্যের ভোট মিটতেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও (petrol-diesel price hike)। মঙ্গলবার সকাল ৬টা থেকে লিটার প্রতি পেট্রোলের ৮৩ পয়সা মূল্যবৃদ্ধি হবে। সকাল ৬টা থেকে লিটার প্রতি ডিজেলের ৮৩ পয়সা মূল্যবৃদ্ধি হবে। এমনই জানাচ্ছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। ৫ রাজ্যের ভোট মিটতেই বাড়ছে পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম।
প্রসঙ্গত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট পেশের দিন এ নিয়ে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘ভোট মিটে গিয়েছে। এবার পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার।’ বিধানসভায় বাজেট অধিবেশনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সহ আরও বিভিন্ন বিষয়ে চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণও করেছিলেন মমতা। তিনি বলেছিলেন, ‘এখন মানুষের হাতে টাকা নেই, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। ইকোনোমি ফেল করছে। মানুষ ব্যাঙ্কে টাকা রাখলে ফেরত পাবে কি না তা জানে না। এই অবস্থায় পেট্রোল, ডিজেল এবং গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে মানুষকে।’
দেখা গেল, মমতার সেই আশঙ্কাই বাস্তব রূপ পেল। প্রসঙ্গত, দেশে শেষবার পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তন হয়েছিল গত বছরের ৪ নভেম্বর। তারপরই ঘোষণা হয় ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট। তারপর থেকে পেট্রোল, ডিজেলের দাম স্থিতিশীল ছিল। এরই মধ্যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বে মূল্যবৃদ্ধির সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের বাজারে প্রতি ব্যারেলে অপরিশোধিত তেলের দাম ছুঁয়েছে ১৩০ ডলারে। কিন্তু, ভারতের বাজারে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়নি সেই সময়। এবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি হওয়ার আশঙ্কা করেছিল ওয়াকিবহাল সব মহলই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের বাজারে অপরিশোধিত তেল, ভোজ্যতেল, প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত দাম বাড়ানোর রাস্তাতেই হাঁটতে হল।