ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: উৎসবের (Festival) মরসুমে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সকে (Artificial Intelligence) কাজে লাগিয়ে শহরে নতুন পদ্ধতিতে সাইবার প্রতারণার (Cyber Fraud) অভিযোগ। সোশাল সাইটে (Social Media) হোটেলের জন্য অগ্রিম দিয়েও মেলেনি কনফার্মেশন বার্তা, অভিযোগ মানিকতলার বাসিন্দার। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা (Cyber Experts)।


বছরের শেষটা শহরের বাইরে উদযাপন করবেন ভেবেছেন? টিকিট (Ticket) কেটে, হোটেল বুকিং ( Hotel Booking) সেরে নিশ্চিন্ত? যতটা ভাবছেন, ততটা নিশ্চিন্ত না হওয়াই ভালো। কারণ, উৎসবের মরসুমে  আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সকে (Artificial Intelligence) কাজে লাগিয়ে শহরে নতুন পদ্ধতিতে প্রতারণার অভিযোগ সামনে এসেছে।


মানিকতলার (Maniktala) বাসিন্দা অভিষেক রায় (Abhishek Roy)। বড়দিনের (Chistmas) ছুটিতে উত্তরপ্রদেশে (Uttarpradesh) বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলেন কর্পোরেট চাকুরে।বেশ কয়েক দিন ধরে, উত্তরপ্রদেশের ডেস্টিনেশন থেকে পছন্দসই হোটেলের সাইট ঘাঁটাঘাঁটি করছিলেন অভিষেক। তাঁর দাবি, একদিন হঠাৎ একটি হোটেলের অফার তাঁর কম্পিউটার স্ক্রিন (Computer Screen) ভেসে ওঠে। সব দেখেশুনে অফারও পছন্দ হয়। এরপর পে লিঙ্কে ক্লিক (Pay Link) করে বেশকিছু টাকা অ্যাডভান্স করেন তিনি। টাকা দিলেও কোনও উত্তর না মেলার সন্দেহ হয়। 


মানিকতলার বাসিন্দা অভিষেক রায়ের অভিযোগ, টাকা দেওয়ার পরও উত্তর পাইনি। শপিং সাইট (Shopping Site) ও অন্যান্য ই-কমার্স (E-Commerce) সাইটের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে, বলছেন সাইবার বিশেষজ্ঞরা (Cyber Fraud)। ফাঁদ পেতে রেখেছে প্রতারকরা। এই পরিস্থিতিতে সাইবার বিশেষজ্ঞদের একটাই সতর্কবাণী, সাবধানতার মার নেই।  উল্লেখ্য, এর আগে সাইবার বিশেষজ্ঞদের নজরে আসে ফিশিং লিঙ্কের মাধ্যমে সাইবার প্রতারণার নতুন ফন্দি নেওয়া হয়েছে। ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আসা এক ধরনের লিঙ্কে ক্লিক করলেই, হ্যাকারদের খপ্পরে চলে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তাই সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন সাইবার বিশেষজ্ঞরা।


আরও পড়ুন: Birbhum News: স্কুলে ছোটদের ভর্তি করানোর উদ্যোগ, বীরভূমে চালু হল দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি