কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু (Primary TET)। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ শুরু হল মঙ্গলবার। আজ ২০০ জনের ইন্টারভিউ হবে। কলকাতার প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীদের। সকাল ১০টা থেকে শুরু হল ইন্টারভিউ (Primary Teachers Recruitment)। 


সকাল ১০টা থেকে পর্ষদের অফিসে জাকা শুরু হয়, ইন্টারভিউ ১০.৩০টা থেকে


এ দিন ইন্টারভিউ দিতে পর্ষদের সামনে ভিড় দেখা যায় চাকরিপ্রার্থীদের। একে একে রোল নম্বর এবং নাম ধরে তাঁদের ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। বর্তমানে নতুন করে করোনা আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। সেই পরিস্থিতিতে, মাস্ক পরে ভিতরে যেতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে পর্ষদের অফিস থেকেও। কোভিড বিধি বজায় রেখেই হচ্ছে ইন্টারভিউ।


পর্ষদের অফিসে পাঁচটি প্যানেল রয়েছে। সেখানেই ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের। কলকাতায় চাকরির জন্য যাঁরা আবেদন করেছিলেন, আজ তাঁদেরই ইন্টারভিউ হচ্ছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আজ অনলাইন এবং অফলাইন, দুই প্রক্রিয়ার মাধ্যমেই ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থীদের নম্বরপ্রদান হবে। মঙ্গলের পর বুধবারও ২৮০ জনের ইন্টারভিউ নেওয়া হবে। 


আরও পড়ুন: Garia Inner Clash : গড়িয়ায় তৃণমূল নেতার 'মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর', অভিযোগ দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে


এর আগে দুই বার পরীক্ষা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এই নিয়ে তৃতীয় বার ইন্টারভিউ দিচ্ছেন। তবে নিয়োগ দুর্নীতির অভিযোগে যে ভাবে ঘটনাক্রম এগিয়েছে, তাতে এখনও আশঙ্কার মেঘ কাটেনি পুরোপুরি। তাই এ বারও ইন্টারভিউ দেওয়ায় কোনও লাভ হবে কিনা, সন্দেহ প্রকাশ করছেন তাঁরা। তার পরেও  এ দিন সকাল ৯টা বাজার আগেই পর্ষদের অফিসের সামনে পৌঁছে যান চাকরিপ্রার্থীরা। ১০টা থেকে তাঁদের ডাকা শুরু হয়। 


দুর্নীতির অভিযোগ ঘিরে গত কয়েক মাস ধরে তোলপাড় রাজ্য


মঙ্গলবারের এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কারণ বিগত কয়েক মাস ধরে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় দেখে আসছেন বাংলার মানুষ। মামলা গড়িয়েছে আদালতে। চাকরি গিয়েছে বেশ কয়েক জনের। এত কিছুর পর সুষ্ঠ পদ্ধতিতে ইন্টারভিউ দিতে পেরে আশাবাদীও চাকরিপ্রার্থীদের অনেকে। তাঁদের দীর্ঘ দিনের অপেক্ষা, আশা-আকাঙ্খা পূরণ হতে পারে বলে নতুন করে বল পাচ্ছেন অনেকেই। এঁদের অনেকেই এর আগে নন ইনক্লুডেড তালিকার অন্তর্ভুক্ত ছিলেন। এ বার তাঁরা ইন্টারভিউয়ে বসার সুযোগ পেয়েছেন।