সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাগবাজারের নব বৃন্দাবনে হল অন্নকূট উত্সব। তিনশো রকমেরও বেশি ভোগ নিবেদন করা হয় কৃষ্ণকে। বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরের অন্নকূট উত্সব এবার ৮২ বছরে পড়ল। বিশেষ এই দিনে মন্দিরে ভিড় করেন অসংখ্য ভক্ত। অন্নকূট। অন্ন মানে ভাত, আর কূট মানে পর্বত। অন্নের পর্বতের ওপর বিরাজ করছেন শ্রীকৃষ্ণ। 


বাগবাজারের কড়ুই পরিবারের প্রতিষ্ঠিত নব বৃন্দাবন মন্দিরে পালিত হল অন্নকূট উত্সব। তিনশো রকমেরও বেশি ভোগ নিবেদন করা হয় কৃষ্ণকে।বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরের অন্নকূট উত্সব এবার ৮২ বছরে পড়ল। বিশেষ এই দিনে মন্দিরে ভিড় করেন অসংখ্য ভক্ত। 


পৌরাণিক কাহিনি অনুযায়ী, কার্তিক অমাবস্যার মহাপ্রলয়ের রাতে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রজবাসী বিভিন্ন রকম খাবার রান্না করে নিবেদন করেন কৃষ্ণকে। সেই থেকেই শুরু হয় এই উত্সবের। 


রাজনীতিবিদদের ভাইফোঁটা: একই দিনে এই শহরেই চোখে পড়ল আরও এক ছবি। মিটিং-মিছিল থেকে জনসংযোগ। বছরভরের ব্যস্ততা থেকে দূরে, ভাইফোঁটায় পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটালেন রাজনীতিকরা। দক্ষিণেশ্বরে পৈত্রিক বাড়িতে দাদাদের ফোঁটা দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রিজেন্টপার্কের বাড়িতে দুই দিদি ও বোনের থেকে ফোঁটা নিলেন বিজেপি নেতা রাহুল সিন্হা।


প্রবাসে শ্যামার আরাধনা:  অন্যদিকে প্রবাসে কালীপুজোয় মাতলেন বাঙালিরা। বার্লিনে বাঙালি সংগঠন ইগনাইট বং-এর আয়োজনে শ্যামাপুজোর উদ্‍যাপন। শাক্ত মতে দেবীর আরাধনার পাশাপাশি পুজো মণ্ডপ হয়ে উঠল যেন বাঙালিদের মিলনোৎসব। 


রীতি মেনে পুজোর আয়োজন থেকে চেনা কাঁসর, ঘণ্টার শব্দ আর, উলুধ্বনি...। মায়ের সামনে হাতজোড় করে অঞ্জলি, আচার-নিষ্ঠাভরে শক্তির আরাধনা।  প্রবাসে বসেও শিকড়ের টানে মনে মনে ছুঁতে চাওয়া বাংলাকে। জার্মানির বার্লিনে প্রবাসী বাঙালিদের সংগঠন ইগনাইট বং-এর কালীপুজোয় যেন একাকার হয়ে গেল বাংলা আর বার্লিন।  বছরভরের ব্যস্ততা ভুলে পুজোর মণ্ডপে পাশাপাশি বসে প্রদীপ সাজানো থেকে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। আড্ডা থেকে পাত পেড়ে খাওয়া...। দীপাবলির আনন্দে মাতলেন বার্লিনের বাঙালিরাও। ইগনাইট বং-এর শ্যামাপুজোয় যেন জার্মানিতে বাস করা বাঙালিদের মিলন উৎসব। আচার অনুষ্ঠানের পাশাপাশি মায়ের কাছে একটাই প্রার্থনা... ‘সবার ভালো করো, মা’।


আরও পড়ুন: Lottery Win: লটারির টিকিট কিনে কোটিপতি তৃণমূল বিধায়কের স্ত্রী, প্রথম পুরস্কারবাবদ জিতলেন ১ কোটি টাকা