কলকাতা: লটারি জিতে (Lottery Win) রাতারাতি ভাগ্যবদলের ঘটনা সামনে এসেছে একাধিক। তবে এতদিন দিন আনি, দিন খাই মানুষের লটারি (Dear Lottery) জেতার খবরই মূলত সামনে এসেছে। এ বার লটারিতে এক কোটি টাকা জিতে নিলেন খাস কলকাতার তৃণমূল বিধায়কের স্ত্রী (TMC MLA's Wife Wins Lottery)। লটারির টাকায় সংসারের হাল ফেরাবেন বলে জানিয়েছেন নেতার স্ত্রী (Kolkata news)।
লটারিতে এক কোটি টাকা জিতলেন কলকাতার তৃণমূল বিধায়কের স্ত্রী
ডিয়ার লটারিতে এক কোটি টাকা পুরস্কার জিতেছেন কলকাতার জোড়াসাঁকোর (Jorasanko News) তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিকা। বিজ্ঞাপন দিয়ে সেই খবর বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করেছে লটারি আয়োজক সংস্থা। তৃণমূল বিধায়ক জানিয়েছেন, টাকা হাতে পেলে, তা দিয়ে কী করবেন, ঠিক করবেন।
তবে বিজ্ঞাপনে তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রীর যে বক্তব্য প্রকাশিত হয়েছে, সেখানে তিনি জানিয়েছেন, এই অর্থ, তিনি তাঁর পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে ব্যবহার করবেন।
বিধায়কের স্ত্রীর লটারি জেতার বিজ্ঞাপন
আরও পড়ুন: Bagbazar: ৩০০ রকমেরও বেশি ভোগ নিবেদন, বাগবাজারের নব বৃন্দাবনে পালিত হল অন্নকূট উত্সব
বিজ্ঞাপনের সঙ্গে রুচিকার প্রকাশিত বক্তব্য হল, "যখন আমি জানলাম লটারি থেকে এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছি, খুব অবাক হয়ে গিয়েছিলাম। কখনও ভাবিনি যে আমার ব্যাঙ্কে এক কোটি টাকা থাকবে। আমাকে দুর্দান্ত এই সুযোগ দিয়ে জীবন বদলে দেওয়ার জন্য ডিয়ার লটারি এবং নাগাল্যান্ড রাজ্য লটারিকে অসংখ্য ধন্যবাদ জানাই।"
টাকা পেলে ভাববেন কী করবেন, বক্তব্য নেতার, স্ত্রীর দাবি, সংসারের হাল ফেরাবেন
শুধু তাই নয়, রুচিকা আরও বলেন, "ডিয়ার লটারির দেওয়া এই বহুমূল্য পুরস্কারের অর্থ আমি আমার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে ব্যবহার করব।"
ডিয়ার লটারির সাপ্তাহিক লটারির টিকিট কিনেই এক কোটি টাকা জিতেছেন রুচিকা। লটারি পুরস্কারের ওই বিজ্ঞাপনে যদিও রুচিকার স্বামী বিধায়ক বলে উল্লেখ নেই কোথাও। স্ত্রীর লটারি জেতার খবরে তাই ততটা উচ্ছ্বাস দেখাননি তৃণমূল বিধায়ক খোদও। টাকা হাতে পেলে তবেই কী করা উচিত, কোন খাতে খরচ করা উচিত ভেবে দেখবেন বলে জানিয়েছেন। তবে লটারির পুরস্কার জিতে বিজ্ঞাপনেই উচ্ছ্বাসই ধরা পড়েছে তাঁর বক্তব্যে। তবে বিধায়ক খানিকটা সাবধানী বলেই মত সকলের।