কলকাতা: শুরু হয়েছে ভারত-বাংলাদেশ বাস পরিষেবা। দেশে ফিরছেন বাংলাদেশের নাগরিকরা। মার্কুইজ স্ট্রিট থেকে বাংলাদেশের (Bangladesh News) পথে এদিন সকালে রওনা দিল বাস। এদিন প্রথম বাস ছাড়ে সকাল সাড়ে ৮টা নাগাদ। 


ফিরছেন বাংলাদেশের নাগরিকরা: ধীরে ধীরে বাড়ছে কলকাতা-বাংলাদেশ (Kolkata Bangladesh Bus Service) বাস পরিষেবা। গতকালের পর আজও কলকাতার মার্কুইজ স্ট্রিট থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হলেন সেদেশের বাসিন্দারা। আজকের প্রথম বাস ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হয় সকাল সাড়ে ৮টা নাগাদ। ওই বেসরকারি বাসের চালক জানিয়েছেন, অন্য সময় বাংলাদশের ভিতর পর্যন্ত গেলেও, অশান্তির আবহে আপাতত উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যাত্রীদের। বেনাপোল হয়ে দেশে ঢুকবেন বাংলাদেশের বাসিন্দারা। কলকাতায় কেউ এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ এসেছিলেন ব্যবসার কাজে। নিজভূমে অস্থির পরিস্থিতির কারণে, পরিবারের কথা ভেবে কাজ ফেলে রেখেই ফিরতে হচ্ছে অনেককে। তাঁদের প্রার্থনা, অবিলম্বে শান্তি ফিরুক দেশে। বাংলাদেশের আটকে পড়া বাসিন্দাদের দেশে পৌঁছে দিতে আজ দফায় দফায় আরও বাস ছাড়বে কলকাতা থেকে। মার্কুইজ স্ট্রিটে এখনও রয়েছে অস্থায়ী পুলিশ পিকেট।


অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশে অশান্তি আর হিংসার স্রোত অব্যাহত। সেনাপ্রধানের আশ্বাস সত্ত্বেও, থামছে না হামলা, ভাঙচুর আর তাণ্ডবের মতো ঘটনা।  প্রথম আলো সূত্রে খবর, গতকাল ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আগুন লাগিয়ে দেন বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির নূল প্রবেশদ্বারের কাছে বঙ্গবন্ধু 
কর্নারেও ভাঙচুর চালানো হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু কর্নারে রাখা বইপত্রে। পুড়িয়ে ফেলা হয় শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার ছবি। প্রথম আলো সূত্রে খবর, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর  রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওনের কার্যালয়েও ভাঙচুর চালায় তাণ্ডবকারীরা। 

টানা ১৫ বছর প্রধানমন্ত্রী থাকার পর ছাত্র আন্দোলন আর গণরোষের মুখে পদ ও দেশ দুইই ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। এবার ঢাকার সচিবালয় থেকে সরিয়ে ফেলা হল হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রীদের নামের ফলকও। শেখ হাসিনার ছবিও সরানো হয়েছে সচিবালয় থেকে। গতকাল সরকারি অফিস খোলার পর বিভিন্ন মন্ত্রকে গিয়ে দেখা যায়, হাসিনা মন্ত্রিসভার সদস্যদের নামফলক উধাও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:  Bangladesh News: কেন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা? কী ঘটেছিল সেদিন?