প্রবীর চক্রবর্তী, কলকাতা : যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে বেহালায় (Behala) রাস্তার মাঝখান থেকে সরানো হল হনুমান মন্দির (Hanuman Temple)। গতকালই নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হল মূর্তি। প্রশাসন সূত্রে খবর, দ্রুত ভেঙে ফেলা হবে রাস্তার ওপর থাকা পুরনো মন্দিরটি।


পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে আনা হল হনুমান মূর্তি। দ্রুত ভেঙে ফেলা হবে পুরনো মন্দিরটি। এলাকাবাসীর আশা, এবার মুক্তি মিলবে যানজট থেকে।


১৯৪২ সাল থেকে বেহালার এসএন রায় রোড ও বুড়োশিবতলা মেন রোডের সংযোগস্থলে রাস্তার মাঝখানে রয়েছে এই হনুমান মন্দির। যার জন্য যানজট এলাকার নিত্যদিনের সমস্যা।


এলাকার মানুষকে যানজট থেকে মুক্তি দিতে উদ্যোগী হন ১১৭ ও ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিংহ বলেন, এখানে সকালে শিশুরা স্কুলে যায়। দীর্ঘ লম্বা লাইন লেগে যায়। ঘণ্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকেন। প্রচুর যানজট হয়। বড় বড় কমপ্লেক্স হচ্ছে, প্রচুর গাড়ি ঢুকবে। আমার বাবা-ই এই চিন্তা করলেন যে, মন্দিরটি যদি স্থানান্তর করা যায়, তাহলে মানুষ যানজট থেকে মুক্তি পাবেন।


পুরনো মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তায় তৈরি হয়েছে নতুন মন্দির। শনিবার সেই মন্দিরের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। প্রশাসন সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই রাস্তার মাঝখান থেকে পুরনো মন্দিরটি ভেঙে ফেলা হবে। এলাকাবাসীর আশা, এবার মুক্তি মিলব যানজট থেকে।


এপ্রসঙ্গে উল্লেখ্য, তারাতলা উড়ালপুলে বড়সড় গর্ত হওয়ায় তড়িঘড়ি বন্ধ করা হল একদিকের লেনে যান চলাচল। আজ ভোরে তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড়সড় গর্ত দেখা যায়। সূত্রের খবর, ওই অংশে মেরামতির পরেও গার্ডারের পাশে রাস্তায় গর্ত দেখা গিয়েছে। দুর্ঘটনা এড়াতে তারাতলা উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে পূর্ত দফতরে। বর্তমানে মাঝেরহাট থেকে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যান চলাচল করছে।