প্রবীর চক্রবর্তী, হিন্দোল দে, কলকাতা: ভরদুপুরে ভবানীপুরের ( Bhowanipore Fire) একটি বাড়িতে অগ্নিকাণ্ড। দোতলা বাড়ির উপরের তলায় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়াতেও শুরু করে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড় ধরনের অঘটন ঘটেনি। প্রাণহানির খবর মেলেনি। তবে আগুন নিভলেও, এখনও ধোঁয়া বেরোচ্ছে ওই বাড়ি থেকে।


ভবানীপুরে দোতলা বাড়িতে আগুন


স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর ১২ট নাগাদ রূপচাঁদ মুখার্জি লেনের একটি বাড়ির ছাদে আচমকাই আগুন লাগে (Kolkata News)। সেই সময় বাড়ির ছাদে পুজো চলছিল। তাতে ব্যবহৃত মোমবাতির শিখা থেকেই আগুন ছড়ায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়াতেও শুরু করে। তবে মারাত্মক কিছু ঘটেনি। বাড়িল লোকজনকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়। 


দমকল সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়িটির উপরের তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়াতে শুরু করলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ওই এলাকায় পাশাপাশি বাড়িতে বহু মানুষের বসবাস। আগুন লাগার পর আতঙ্কে তাঁরা সকলেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আগুন নেভাতে তাঁরাও হাত লাগান বলে জানা গিয়েছে। 



আরও পড়়ুন: Bhowanipore Fire: ভবানীপুরের রূপচাঁদ মুখার্জি লেনে বাড়িতে আগুন


এ দিন ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই অগ্নিকাণ্ডের কবলে পড়া বাড়িটিকে খালি করে দেন দমকল কর্মীরা। সকলকে নিরাপদে বার করে আনা হয়। তার পর শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেলেও, এখনও ধোঁয়া বেরোচ্ছে ওই বাড়ি থেকে। কোথাও কেউ আটকে রয়েছেন কিনা, খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।


পুজোর মোমবাতি থেকে আগুন বলে অনুমান


আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়বি যদিও। তবে দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় ওই বাড়ির ছাদে পুজো চলছিল। মোমবাতিও জ্বালানো হয়েছিল। সেই মোমবাতির শিখা থেকেই কোনও ভাবে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে।