সুদীপ্ত আচার্য, কলকাতা: এক পুরোহিতকে (Priest) মারধর ও প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি (BJP) নেতা রাকেশ সিং (Rakesh Singh)-এর বিরুদ্ধে। যদিও পুরোহিতের বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। দু'পক্ষই ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
ফের বিতর্কে বিজেপি নেতা রাকেশ সিং। এবার এক পুরোহিতকে মারধর ও প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ওয়াটগঞ্জ থানা এলাকার অর্ফ্যানগঞ্জ রোডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়ির পাশে, এই শ্যামধাম মন্দির নিয়েই অশান্তির সূত্রপাত।
অভিযোগকারী স্বামী বৃন্দাবন দাসের দাবি, মাসছয়েক আগে পর্যন্ত ওই মন্দিরের পুরোহিত ছিলেন তিনি। শনিবার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে দর্শনের জন্য ওই মন্দিরে যান। তাঁর অভিযোগ, তখনই চড়াও হন রাকেশ সিং, তাঁর ছেলে-সহ বেশ কয়েকজন। উইকেট, হকি স্টিক দিয়ে তাঁকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ পুরোহিতের। একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন ওই পুরোহিত।
অভিযোগকারী পুরোহিত স্বামী বৃন্দাবন দাস বলেন, দীর্ঘদিন পুজারী ছিলাম, প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এক প্রত্যক্ষদর্শী মহিলা বলেন, 'মন্দির দখলের চেষ্টা করছেন রাকেশ সিং, ওখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করছিলেন। তাই মহন্তকে মারধর করেছেন'।
আরও পড়ুন, ‘নো ভোট টু বিজেপি বলে এই দিন দেখতে হল’! অধীরকে নিশানা শুভেন্দুর
রাকেশ সিং-এর বিরুদ্ধে ওয়াটগঞ্জ থানায় মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে পুরোহিতের তরফে। যদিও পুরোহিতের বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। তিনি বলেন, 'অভিযোগ অস্বীকার। ওই পুরোহিত ওই মন্দিরের বেতনভুক পুরোহিত ছিল। অনেক লোকজন এনে নাম তুলতে বলে। কিছু মহিলা বাধা দেয়। মারধর করা হয়নি। আমার ছেলে হাসপাতালে ভর্তি।'
পুরোহিতের অভিযোগের ভিত্তিতে, বিজেপি নেতার বিরুদ্ধে, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাল্টা রাকেশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে, পুরোহিতের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে।