কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে জোড়া দুর্ঘটনা। ওয়েলিংটন স্কোয়ারে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারী সত্তরোর্ধ্ব মহিলার। সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারে স্কুল বাস। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারে স্কুল বাস। এন্টালি থেকে আটক করা হয়েছে স্কুল বাসের চালককে। 

এর আগে সকাল সাড়ে ৮টা নাগাদ রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। দুই বাসের রেষারেষিতে গুরুতর জখম হন এক মহিলা। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামবাজার থেকে আটক ২৩৮ রুটের এক বাস চালক।                                      

শহরে পর পর দুর্ঘটনা

এদিন হাওড়ার উলুবেড়িয়ায় বাসের পিছনে বাসের ধাক্কায় আহত অন্তত ২০ জন যাত্রী। সকাল ৮টা নাগাদ উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রাম- বারাসাত রুটের একটি বেসরকারি বাস যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে পড়ে। পিছনেই ছিল হাওড়া থেকে দিঘাগামী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে দিঘার বাসটি সামনের বাসটিকে ধাক্কা মারে। দুটি বাসে সব মিলিয়ে ১০০ জন যাত্রী ছিলেন। দুটি বাসেরই চালক পলাতক। 

আরও পড়ুন, মত্তদের দৌরাত্ম্য-ধাওয়ায় মর্মান্তিক মৃত্যু তরুণীর! 'এ কী হল আমার'... শোকে পাথর মা-পরিজনেরা

আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পানাগড়ে। গয়ায় যাওয়ার পথে, কাঁকসার পানাগড়ে ইভটিজিংয়ের শিকার চন্দননগরের তরুণী, মত্ত যুবকদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মহিলা কর্ণধারের। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। চন্দননগরের বাসিন্দা বছর সাতাশের সুচন্দ্রা চট্টোপাধ্যায় তাঁর ৩ সহকর্মীর সঙ্গে বিহারের গয়ায় যাচ্ছিলেন। গাড়ি চালকের অভিযোগ, বুদবুদে জ্বালানি ভরার পর থেকেই তাঁদের পিছু নেয় আরেকটি গাড়ি। ওই গাড়িতেও ৫ জন ছিল। তরুণীকে কটূক্তি করার পাশাপাশি, ওই গাড়িটি দু’-দু’বার তাঁদের গাড়িকে ধাক্কা মারে। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গয়াগামী গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুচন্দ্রার। দুটি গাড়িই বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ। অভিযুক্তরা অধরা।           

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে