হিন্দোল দে, কলকাতা : খাস কলকাতায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঘটে গেল এক নৃশংস ঘটনা। গাড়ি পার্কিং করতে গিয়ে স্কুটারে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি , বচসা থেকে মারধর, প্রাণ কেড়ে নিল এক অ্যাপ ক্যাব চালকের।  

গত বুধবার দক্ষিণ কলকাতার বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা শুরু হয়। গাড়ি রাখার সময় স্কুটারে সামান্য ধাক্কা লাগে। অভিযোগ, তাতেই আক্রমণাত্মক হয়ে ওঠে এলাকার ৫ যুবক। গাড়ি চালকের সঙ্গে একপ্রস্থ অশান্তি, বচসা হয়। সেখানেই শেষ নয়। পরে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মারধর করা হয়। এমন ভাবে মারা হয়, গুরুতর জখম হন ক্যাব চালক। মৃতের নাম জয়ন্ত সেন। বাড়িতে ছোট বাচ্চা।  রয়েছেন স্ত্রী, বাবা, মা , ভাইও। ক্যাব চালিয়েই চলত সংসার। জয়ন্তর মর্মান্তিক মৃত্যুতে অথৈ জলে পুরো পরিবার। পাড়ায় এমন ঘটনা ঘটায় আতঙ্কে এলাকার মানুষও। শুধুমাত্র গাড়ি রাখাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জন্য একজনকে এভাবে মারা হতে পারে, কল্পনাও করতে পারছেন না কেউই। 

গুরুতর জখম ক্যাব চালককে যাদবপুরের KPC হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।  ৫ জনের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবারের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য। যদিও  সিসিটিভি ফুটেজে  স্পষ্ট তাদের মুখ। অভিযোগ , ওই যুবকরা মত্ত অবস্থায় ছিলেন।    পুলিশ পরিচয়ে মাছ ও সবজি ব্যবসায়ীকে মারধর শুধু বিজয়গড়ের ঘটনা নয়। এমন 'দাদাগিরি'র ঘটনা ঘটছে রাজ্য জুড়েই। শুক্রবারই পুলিশ পরিচয়ে মাছ ও সবজি ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর পুরসভার কাছে ৮ নম্বর রেলগেটে। অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে ভোরবেলা এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ কেড়ে নেয়। এরপর এক সবজি ব্যবসায়ীর বাইক থামিয়ে তাঁকে মারধর করে সাড়ে ৬ হাজার টাকা লুঠ করেন দুই তৃণমূল কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাস।

CC ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই অভিযুক্ত দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। নিউ ব্যারাকপুরের তৃণমূল পুরপ্রধান প্রবীর সাহা এ নিয়ে মুখ খুলতে চাননি। অস্বস্তি এড়াতে স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, আইন আইনের পথে চলবে।