সৌভিক মজুমদার, কলকাতা : "২১ জুলাই কেন সভা করতে হবে ? ওই দিনের কি কোনও বিশেষত্ব আছে ?" ২১ জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালতে অস্বস্তির মুখে বিজেপি (BJP)। উলুবেড়িয়ায় (Uluberia) সভা করার অনুমতি সংক্রান্ত মামলায় অস্বস্তিতে গেরুয়া শিবির। আদালতে প্রশ্নের মুখে বিজেপির দিন নির্বাচনের সিদ্ধান্ত।


উলুবেড়িয়া চলোর ডাক গেরুয়া শিবিরের-


তৃণমূলের একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নেয় বিজেপি। ওই দিনই উলুবেড়িয়া চলোর ডাক দেওয়া হয় তাদের তরফে। প্রধান বক্তা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ঠিক হয়। বিজেপির এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, এই সভার জন্য প্রশাসনের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও অনুমতি পাওয়া যায়নি। তারা বারবার থানা, এসডিও, পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি চায়। কিন্তু, তা পায়নি। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির।


আরও পড়ুন ; 'ভার্চুয়াল' করার দাবি, আদালতে ২১ জুলাই সমাবেশ নিয়ে মামলা


আজ এই মামলার শুনানিতে আদালতে বিজেপির আইনজীবীকে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্রশ্ন করেন, "২১ জুলাই কেন সভা করতে হবে ? ওই দিনের কি কোনও বিশেষত্ব আছে ? ২২ বা ২৩ জুলাই করলে কী অসুবিধা হবে ?"  এর উত্তরে বিজেপির আইনজীবী জানান, অনেক আগে থেকেই এই কর্মসূচি ঠিক করা আছে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার করা হবে।" 


এর পরিপ্রেক্ষিতে বিচারপতি জানান, প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে যেদিন ইচ্ছা প্রচার করা যেতে পারে। সপ্তাহের যেদিন ইচ্ছা করতে পারেন। এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হত, তাহলে বিষয়টা অন্যরকম হত।" বিকেল সাড়ে ৩টেয় ফের শুনানি।


এদিকে গত দু’ বারের মতো এবারও ভার্চুয়ালি হোক ২১ জুলাইয়ের সভা। অথবা কড়া গাইডলাইন মেনে সভা হোক। এই মর্মে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়ে গিয়েছে এবং কোভিড গাইডলাইন মেনেই সভার অনুমতি দেওয়া হয়েছে, আদালতে জানায় রাজ্য।