কলকাতা: আজ অভিষেক ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বৈঠক। ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছলেন এসএসসি আন্দোলনকারীরা, এলেন অভিষেকও। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন অভিষেক। বৃহস্পতিবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কাছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নিয়ে যান কুণাল ঘোষ। এসএসসি আন্দোলনকারী (SSC Job Seeker) চাকরিপ্রার্থীদের সমস্যার কথা জানবেন অভিষেককে।


গতকালই মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলনরত চাকরি প্রার্থীদের  সঙ্গে ফোনে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সমস্যার বিষয়ে জানতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন তিনি। সূত্রের খবর, ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকবেন। চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন আজ ৫০২তম  দিনে পড়ল।


নতুন দুর্নীতির অভিযোগ: গতকালই SSC-র শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ ওঠে। বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করে চাকরিপ্রার্থীরা। নতুন করে মামলার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামিকাল শুনানির সম্ভাবনা। অভিযোগ, SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণের নিয়ম মানা হয়নি। মেধা তালিকায় নাম না থাকা এবং মেধা তালিকার নীচের দিকে থাকা বেশ কয়েকজন হাইজাম্প করে তালিকার ওপরে উঠে এসেছেন বলে অভিযোগ উঠেছে। ১৪ জুলাই নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করে SSC।


প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় নতুন মোড়: এবার নতুন রঞ্জনের খোঁজ মিলেছে বলে আদালতে অভিযোগ। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী সুপর্ণা দাস রায়। তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার নামে টাকা নিতেন নদিয়ার এক স্কুলের প্রাথমিক শিক্ষক সুমন চট্টোপাধ্যায়। টাকা দিতে না পারলে সোনাও নিতেন তিনি, এমনটাই অভিযোগ মামলাকারীর। নিজেকে ওই বক্তি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যর ঘনিষ্ঠ বলে তিনি দাবি করতেন, এমনটাই অভিযোগ। আজ দুপুরেই মামলার শুনানি।  


আরও পড়ুন: Arpita Mukherjee: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে ২ রিয়েল এস্টেট কোম্পানির নথি উদ্ধার