কলকাতা: ক্যামাক স্ট্রিটে এসএসসি-র আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ক্যামাক স্ট্রিটের বাইরে হাজির হন প্রাথমিক টেট উত্তীর্ণরাও। বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান প্রাথমিক টেট উত্তীর্ণরাও। অফিসের ভিতরে এসএসসি প্রার্থীদের সঙ্গে যখন বৈঠক করছেন অভিষেক, ঠিক তখনই তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে বাইরে  দফায় দফায় বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। নাছোড় প্রার্থীরা জানান যে, অভিষেকের সঙ্গে দেখা না করে তাঁরা ফিরবেন না। 


আজ অভিষেক ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বৈঠক। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন অভিষেক। এসএসসি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সমস্যার কথা শুনবেন তিনি। 
বৃহস্পতিবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কাছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নিয়ে যান কুণাল ঘোষ। গতকালই আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলে তাঁদের সমস্যার বিষয়ে জানতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ আন্দোলনকারীদের প্রতিনিধি দলের মুখোমুখি তিনি। সূত্রের খবর, ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকবেন। চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন আজ ৫০২তম  দিনে পড়ল। 


উল্লেখ্য, গতকাল জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। কোচবিহারে বিক্ষোভ মিছিল করেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ও অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন কোচবিহার শহরে মিছিল করেন তাঁরা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভও দেখান প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।


হুগলিতেও মিছিল করেন প্রাথমিক টেট উত্তীর্ণ হয়েও প্যানেলভুক্ত না হওয়ায় চাকরিপ্রার্থীদের। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। হুগলি, দুই বর্ধমান ও বীরভূম, এই ৪ জেলার প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এদিন চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাট থেকে মিছিল শুরু করে পিপুলপাতি হয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান। কসবায় শিক্ষাভবনের সামনে বিক্ষোভে সামিল হন প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।