অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নোনাডাঙা পাম্পিং স্টেশনের কাছে, আইসি খালের অর্ধেকের বেশি বুজিয়ে দিয়ে কাজ চলছে মেট্রো রেলের। তার জেরে এবার বর্ষায় জল জমার আশঙ্কা করল পুরসভা। খোদ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিষয়টি নিয়ে মুখ্যসচিবকে জানাবেন তিনি। সমস্যা যেন না হয়, তা দেখা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।


ইন্টারসেপটিং ক্যানেল বা IC খাল। যাদবপুর, সেলিমপুর, শহিদ স্মৃতি কলোনি, কসবা, লেকগার্ডেন্স-সহ বিস্তীর্ণ এলাকার জল বের হয় এই নিকাশি খাল দিয়ে।


কোথা থেকে কোথায়?
কালিকাপুরের কাছ থেকে শুরু হয়েছে খালটি। তারপর নোনাডাঙা পাম্পিং স্টেশন হয়ে চৌবাগা দিয়ে গিয়ে বিদ্যাধরী নদীতে মিশেছে এই খাল। এই খালটিতে এসে জুড়েছে আরও তিনটি নিকাশি খাল। নিউগড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্য নোনাডাঙা পাম্পিং স্টেশনের কাছে, দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে আইসি খালের একাংশ। এর ফলে, বর্ষায় কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমার সমস্যা হতে পারে বলে আশঙ্কা পুরসভার। 


কী বলছে পুরসভা:
মেয়র পারিষদ(নিকাশি) তারক সিংহের দাবি, 'খালের আশি শতাংশ বন্ধ। পুরসভার সঙ্গে কোনও আলোচনাই করে না।' বছর খানেক আগে, এই এলাকা পরিদর্শন করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এখনও নিকাশি খালের এই অংশ আগের অবস্থায় ফেরেনি, যার জেরে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন কলকাতার মেয়র। 
মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'এক বছর আগে পরিদর্শন করেছিলাম। মেট্রো বলেছিল, কাজ শেষ হলে চ্যানেল খুলে দেবে। কিন্তু এখনও খোলেনি। বিস্তীর্ণ এলাকায় জল জমবে। মুখ্যসচিবকে জানাব। মেট্রো এরকম করলে তো কাজই করতে দিতাম না।'


আশ্বাস দিয়েছে মেট্রো:
কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, 'কাজ চলছে, আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার বিষয় নেই। বর্ষায় কোনও সমস্যা হবে না, তা আমরা দেখব।'


আরও পড়ুন: স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা ? ইবি-র অভিযানের আগেই পলাতক মালিক