সত্যজিত্ বৈদ্য, কলকাতা: কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের (Privatization of state-owned bank) সিদ্ধান্তের প্রতিবাদে সরব ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। লেক টাউনে নাগরিক সম্মেলনের আয়োজন করল তারা। ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতা করার পাশাপাশি, কর্মসংস্থান ও সাধারণ মানুষের আমানত সুরক্ষিত রাখার দাবিতে সরব হয়েছে এই সংগঠন।(Banking)
কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। রবিবার লেকটাউনের মুক্ত মঞ্চে নাগরিক সম্মেলনের আয়োজন করলেন ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সদস্যরা। সভায় সামিল হন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও। ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতা করার পাশাপাশি, কর্মসংস্থান বৃদ্ধি, সাধারণ মানুষের আমানত সুরক্ষিত রাখার দাবিতে সরব হয়েছে এই সংগঠন
২০২১ সালে সংসদে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির অভিযোগ, একদিকে সরকারি ব্যাঙ্ক বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, অন্যদিকে, ছাড় দেওয়া হচ্ছে ঋণ খেলাপিদের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেই দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ
সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের রিপোর্টেই মিলল চাঞ্চল্যকর তথ্য। ২০২২ সালে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দফতরের কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে মোট ১ লক্ষ ১৫ হাজার ২০৩টি অভিযোগ জমা পড়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ৪৬ হাজার ৬৪৩টি অভিযোগ জমা পড়েছে অমিত শাহর দফতরের কর্মীদের বিরুদ্ধেই। এরপরেই রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেল দফতর। গতবছর রেল কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে ১০ হাজার ৫৮০টি। ৮ হাজার ১২৯টি অভিযোগ জমা পড়েছে ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে।
অন্যদিকে পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায় ব্যাঙ্কে চাকরির টোপ দিয়ে দলেরই নেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। চাকরি না হওয়ায় টাকা ফেরতের আশায় থানায় ছুটেছেন অভিযোগকারী শাসক-নেতা। এর মধ্য়ে বিজেপির ষড়যন্ত্র দেখছেন অভিযুক্ত। পাল্টা তোপ দেগেছে গেরুয়া শিবির।